Invest Money: অনলাইনে কীভাবে পোস্ট অফিস RD আকাউন্ট খুলবেন? দেখে নিন আবেদন প্রক্রিয়া
- Published by:Debalina Datta
Last Updated:
যে সমস্ত বিনিয়োগকারীরা কম ঝুঁকি নিয়ে বিনিয়োগ (Invest Money) করতে চান তাঁদের জন্য রেকারিং ডিপোজিট (RD) স্কিম একটি উপযুক্ত বিকল্প।
#নয়াদিল্লি: যে সমস্ত বিনিয়োগকারীরা কম ঝুঁকি নিয়ে বিনিয়োগ (Invest Money) করতে চান তাঁদের জন্য রেকারিং ডিপোজিট (RD) স্কিম একটি উপযুক্ত বিকল্প। আরডি স্কিমে মেয়াদে নমনীয়তার পাশাপাশি রিটার্নের নিশ্চয়তা পাওয়া যায়। রেকারিং ডিপোজিটে অর্থ বিনিয়োগ বেতনভোগী শ্রেণীর জন্য বিশেষভাবে সুবিধাজনক কারণ এই স্কিমে একসঙ্গে অনেক টাকার প্রয়োজন হয় না। মাসিক কিস্তির (Invest Money) সাহায্যে আরডিতে লগ্নি করার সুবিধা রয়েছে। প্রযুক্তি এবং ইন্টারনেটের এই যুগে বাড়িতে বসেই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়।
যাঁদের নেট ব্যাঙ্কিং-এর সুবিধা সহ পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাঁরা সহজেই অনলাইনে রেকারিং ডিপোজিট (RD) অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভারতীয় পোস্টের ডিওপি ই-ব্যাঙ্কিং (DoP eBanking) পোর্টাল ব্যবহার করে আরডি অ্যাকাউন্ট খোলা যায়। রেকারিং অ্যাকাউন্ট খুলতে গ্রাহককে এই পোর্টাল যথাযথ ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে রেজিস্টার্ড নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। কীভাবে অনলাইনে আরডি (Recurring Deposit) অ্যাকাউন্ট খোলা যায় নিচে বিস্তারিত দেওয়া হল।
advertisement
advertisement
প্রথমে ভারতীয় পোস্টের ই-ব্যাঙ্কিং পোর্টাল ebanking.indiapost.gov-এ যেতে হবে। এরপর যথাযথ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে।
লগ ইন করার পর একটি পেজ আসবে যেখানে নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টেত ড্যাশবোর্ড সেকশন আসবে। এই বিভাগের নিচে থাকা 'General Services' বিকল্পটি বেছে নিতে হবে।
advertisement
আরও পড়ুন - Ravi Bishnoi: ঝাক্কাস পারফরম্যান্সের দিনে সামাণ্য চোনা! বাউন্ডারি রোপে কি করলেন রবি, ভাইরাল ভিডিও
এরপর 'Service request' ট্যাবে ক্লিক করতে হবে যেখানে একটি ড্রপ ডাউন মেনু আসবে। এই মেনু থেকে 'New Request' অপশনটি সিলেক্ট করতে হবে।
ওয়েবসাইটের পেজে থাকা 'Request Type' থেকে 'RD Accounts - Open an RD Account' অপশনটি বেছে নিতে হবে।
advertisement
স্ক্রিনে একটি ফর্ম আসবে যেখানে কিস্তির পরিমাণ, জমার সময়কাল, অ্যাকাউন্ট খোলার তারিখ বা ডেবিট অ্যাকাউন্টের বিবরণ জাতীয় তথ্য নির্দিষ্ট জায়গায় পূরণ করতে হবে।
ফর্মে সমস্ত তথ্য যথাযথভাবে পূরণ করা হয়ে গেলে 'Submit Online' অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি নতুন পেজ আসবে যেখানে পেজের গ্রাহক দ্বারা প্রদান করা সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে পেজের নিচে দেওয়া 'Request Confirmation' অপশনে ক্লিক করতে হবে।
advertisement
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে রেফারেন্স আইডি নম্বর সহ একটি অনলাইন রসিদ প্রদান করা হবে।
গ্রাহক এই রসিদ ডাউনলোড করে প্রিন্ট করে বা পিডিএফ ফরম্যাটেও নিজের কাছে রাখতে পারেন। এই রসিদ ভবিষ্যতে কাজে লাগবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2022 11:57 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Invest Money: অনলাইনে কীভাবে পোস্ট অফিস RD আকাউন্ট খুলবেন? দেখে নিন আবেদন প্রক্রিয়া