TATA Stock: টাটা গ্রুপের এই স্টকে বিনিয়োগ করে আয় করুন দুর্দান্ত মুনাফা, দেখে নিন একনজরে!

Last Updated:

TATA Stock: মার্কেট বিশেষজ্ঞদের মতে এই শেয়ার বিনিয়োগকারীদের ভাল মুনাফা প্রদান করতে পারে।

#নয়াদিল্লি: গত এক বছর ধরে টাকা এলেক্সি (Tata Elxsi) স্টকরে সূচক দ্রুত গতি উপরে উঠছে। গত শুক্রবার টাটার এই শেয়ার ফের ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে মূল্য ৯,৪২৫ টাকা হয়ে যায়। এদিন স্টকটি গত ৫২ সপ্তাহের মধ্যে সবচেয়ে উচ্চতায় পৌঁছয়। টাটা গ্রুপের এই স্টকটি গত এক মাসে ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে BSE সেনসেক্স গত এক মাসে ১০ শতাংশ বেড়েছে। মার্কেট বিশেষজ্ঞদের মতে এই শেয়ার বিনিয়োগকারীদের ভাল মুনাফা প্রদান করতে পারে।
টাটা এলেক্সি ট্রান্সপোর্ট, মিডিয়া ও ব্রডকাস্টিং এবং হেলথ কেয়ার সেক্টরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, রিসার্চ এবং ডেভেলপমেন্ট (ER&D) পরিষেবা প্রদান করে। সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির মতো উচ্চ চাহিদার বাজারে তাদের পরিষেবা প্রদান করে। এই মার্কেট থেকেই কোম্পানির প্রায় ৭৫ শতাংশ রেভেনিউ আসে।
এক বছরে মাল্টিব্যাগার রিটার্ন
advertisement
advertisement
২০২২ সালে বাজারে মন্দা থাকা সত্ত্বেও টাটা এলেক্সির শেয়ারে এই মন্দার কোনও প্রভাব পড়েনি। এই স্টকটি বিনিয়োগকারীদের ভাল রিটার্ন প্রদান করেছে। শুক্রবার, ৩.৫৬ শতাংশ বৃদ্ধির সঙ্গে এনএসইতে এই স্টকটি ৯,২৭৬ টাকায় বন্ধ হয়। গত পাঁচটি ট্রেডিং সেশনে টাটা গ্রুপের এই শেয়ার ৬.৫০ শতাংশ বেড়েছে। মাত্র এক মাসে এই স্টকটি ১৬ শতাংশ বেড়েছে। গত ৬ মাসে এই স্টকটি বিনিয়োগকারীদের ২১.৮০ শতাংশ রিটার্ন দিয়েছে।
advertisement
২০২২ সালে টাটা এলেক্সির স্টক বিনিয়োগকারীদের ৫৭.৩৯ শতাংশ রিটার্ন দিয়েছে। অন্য দিকে, গত এক বছরে এই মাল্টিব্যাগার স্টকটি লগ্নিকারিদের ১১৭.৩২ শতাংশ রিটার্ন দিয়েছে এবং শেয়ারের দাম ৪,২৬৮.৩০ টাকা থেকে বেড়ে ৯,২৭৬ টাকা হয়ে গিয়েছে। গত ৫ বছর ধরে টাটা এলেক্সির স্টক বিনিয়োগকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখনও অবধি স্টকটি বিনিয়োগকারীদের মোট ১,০৫৫ শতাংশ রিটার্ন দিয়েছে।
advertisement
সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড-এর একটি রিপোর্ট অনুযায়ী, ব্রোকারেজ ফার্ম শেয়ারখান টাটা এলেক্সি স্টককে বায় রেটিং দিয়েছে। এই সংস্থাটি এই স্টকের টার্গেট মূল্য ৯,৭৫০ টাকা নির্ধারিত করেছে। শেয়ারখান জানিয়েছে যে কোম্পানিটি বাজারের সুযোগ ব্যবহার করার জন্য সঠিক অবস্থানে রয়েছে। কোম্পানির মার্কিন রেভেনিউ আরও বৃদ্ধি পাবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
TATA Stock: টাটা গ্রুপের এই স্টকে বিনিয়োগ করে আয় করুন দুর্দান্ত মুনাফা, দেখে নিন একনজরে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement