LIC-র এই পলিসিতে প্রতি দিন ২৫১ টাকা বিনিয়োগ করলে আসবে ২০ লাখ টাকা রিটার্ন!

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক LIC-র এই জীবন লাভ পলিসিতে কী কী ধরনের সুবিধা পাওয়া যেতে পারে।

#নয়াদিল্লি: লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India) অর্থাৎ LIC-র বিভিন্ন ধরনের পলিসি রয়েছে। এর মধ্যে একটি পলিসিতে প্রতি দিন খুবই কম টাকা বিনিয়োগ করে ২০ লাখ টাকা রিটার্ন পাওয়া সম্ভব। LIC-র সেই পলিসিটি হল জীবন লাভ পলিসি (Jeevan Labh Policy)। LIC-র এই জীবন লাভ পলিসিতে প্রতি দিন প্রায় ২৫১.৭ টাকা জমা করে ২০ লাখ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।
LIC-র এই জীবন লাভ পলিসির মাধ্যমে সুরক্ষিত করা সম্ভব নিজেদের ভবিষ্যৎ। প্রতি দিনের বদলে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক হারে LIC-র এই জীবন লাভ পলিসিতে বিনিয়োগ করা সম্ভব। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট হারে LIC-র এই জীবন লাভ পলিসিতে বিনিয়োগ করে গেলে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। ভালো রিটার্নের সঙ্গে সঙ্গে LIC-র এই জীবন লাভ পলিসিতে পাওয়া যায় বিভিন্ন ধরনের সুবিধা। এক নজরে দেখে নেওয়া যাক LIC-র এই জীবন লাভ পলিসিতে কী কী ধরনের সুবিধা পাওয়া যেতে পারে।
advertisement
advertisement
- LIC-র এই জীবন লাভ পলিসিতে মিনিমাম ২ লাখ টাকার বিনিয়োগ করতে হয়।
- LIC-র এই জীবন লাভ পলিসি ১৬ থেকে ২৫ বছর বয়সের মধ্যে করা যায়।
- LIC-র এই জীবন লাভ পলিসিতে প্রায় ১০ থেকে ১৬ বছরের জন্য প্রিমিয়াম জমা দিতে হয়।
advertisement
- LIC-র এই জীবন লাভ পলিসি করার ন্যূনতম বয়স হল ৮ বছর এবং সর্বাধিক ৫৯ বছর বয়স অবধি এই পলিসি করা যায়।
- LIC-র এই জীবন লাভ পলিসির প্রিমিয়াম দেওয়া যায় মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক হিসাবে।
- LIC-র এই জীবন লাভ পলিসিতে ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায়।
- LIC-র এই জীবন লাভ পলিসির হোল্ডারের মৃত্যু হলে, নমিনিকে পুরো টাকা রিটার্ন দেওয়া হয়।
advertisement
LIC-র জীবন লাভ পলিসিতে ২০ লাখ টাকা রিটার্ন পাওয়ার উপায়
২০ বছর বয়সে LIC-র জীবন লাভ পলিসিতে বিনিয়োগ শুরু করতে হবে। ২০ বছর বয়স থেকে ১৬ বছর ধরে LIC-র এই জীবন লাভ পলিসিতে প্রতি দিন প্রায় ২৫১.৭ টাকা করে বিনিয়োগ করতে হবে। এভাবে একটানা ১৬ বছর ধরে LIC-র এই জীবন লাভ পলিসিতে বিনিয়োগ করতে পারলে ৪৫ বছর বয়সে ২০ লাখ টাকা রিটার্ন পাওয়া যাবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC-র এই পলিসিতে প্রতি দিন ২৫১ টাকা বিনিয়োগ করলে আসবে ২০ লাখ টাকা রিটার্ন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement