LIC-র এই পলিসিতে প্রতি দিন ২৫১ টাকা বিনিয়োগ করলে আসবে ২০ লাখ টাকা রিটার্ন!

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক LIC-র এই জীবন লাভ পলিসিতে কী কী ধরনের সুবিধা পাওয়া যেতে পারে।

#নয়াদিল্লি: লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India) অর্থাৎ LIC-র বিভিন্ন ধরনের পলিসি রয়েছে। এর মধ্যে একটি পলিসিতে প্রতি দিন খুবই কম টাকা বিনিয়োগ করে ২০ লাখ টাকা রিটার্ন পাওয়া সম্ভব। LIC-র সেই পলিসিটি হল জীবন লাভ পলিসি (Jeevan Labh Policy)। LIC-র এই জীবন লাভ পলিসিতে প্রতি দিন প্রায় ২৫১.৭ টাকা জমা করে ২০ লাখ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।
LIC-র এই জীবন লাভ পলিসির মাধ্যমে সুরক্ষিত করা সম্ভব নিজেদের ভবিষ্যৎ। প্রতি দিনের বদলে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক হারে LIC-র এই জীবন লাভ পলিসিতে বিনিয়োগ করা সম্ভব। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট হারে LIC-র এই জীবন লাভ পলিসিতে বিনিয়োগ করে গেলে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। ভালো রিটার্নের সঙ্গে সঙ্গে LIC-র এই জীবন লাভ পলিসিতে পাওয়া যায় বিভিন্ন ধরনের সুবিধা। এক নজরে দেখে নেওয়া যাক LIC-র এই জীবন লাভ পলিসিতে কী কী ধরনের সুবিধা পাওয়া যেতে পারে।
advertisement
advertisement
- LIC-র এই জীবন লাভ পলিসিতে মিনিমাম ২ লাখ টাকার বিনিয়োগ করতে হয়।
- LIC-র এই জীবন লাভ পলিসি ১৬ থেকে ২৫ বছর বয়সের মধ্যে করা যায়।
- LIC-র এই জীবন লাভ পলিসিতে প্রায় ১০ থেকে ১৬ বছরের জন্য প্রিমিয়াম জমা দিতে হয়।
advertisement
- LIC-র এই জীবন লাভ পলিসি করার ন্যূনতম বয়স হল ৮ বছর এবং সর্বাধিক ৫৯ বছর বয়স অবধি এই পলিসি করা যায়।
- LIC-র এই জীবন লাভ পলিসির প্রিমিয়াম দেওয়া যায় মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক হিসাবে।
- LIC-র এই জীবন লাভ পলিসিতে ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায়।
- LIC-র এই জীবন লাভ পলিসির হোল্ডারের মৃত্যু হলে, নমিনিকে পুরো টাকা রিটার্ন দেওয়া হয়।
advertisement
LIC-র জীবন লাভ পলিসিতে ২০ লাখ টাকা রিটার্ন পাওয়ার উপায়
২০ বছর বয়সে LIC-র জীবন লাভ পলিসিতে বিনিয়োগ শুরু করতে হবে। ২০ বছর বয়স থেকে ১৬ বছর ধরে LIC-র এই জীবন লাভ পলিসিতে প্রতি দিন প্রায় ২৫১.৭ টাকা করে বিনিয়োগ করতে হবে। এভাবে একটানা ১৬ বছর ধরে LIC-র এই জীবন লাভ পলিসিতে বিনিয়োগ করতে পারলে ৪৫ বছর বয়সে ২০ লাখ টাকা রিটার্ন পাওয়া যাবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC-র এই পলিসিতে প্রতি দিন ২৫১ টাকা বিনিয়োগ করলে আসবে ২০ লাখ টাকা রিটার্ন!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement