টাকা খাটিয়ে সবচেয়ে বেশি রিটার্ন চান? ব্রোকারেজ ফার্ম এই দুই অটো সেক্টরের স্টকের পরামর্শ দিচ্ছে!

Last Updated:

আইসিআইসিআই ডায়রেক্ট জানিয়েছে যে, আর্থিক বর্ষ ২০২২-২৪ ভলিউম গ্রোথ দেখে তারা এই রেটিং দিয়েছে।

#কলকাতা: বাজারে আয়চার মোটর (Eicher Motors) লিমিটেডের ২৫০ সিসির বেশি মোটরসাইকেল রয়েছে। এই সেগমেন্টে এই কোম্পানির কাছে ৮৫ শতাংশের বেশি মার্কেট শেয়ার রয়েছে। এই কোম্পানি জনপ্রিয় ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড-এর (Royal Enfield) নির্মাতা। রয়্যাল এনফিল্ড-এর অন্তর্গত কোম্পানির কাছে ক্লাসিক, মিটিওর এবং হালিয়া ল্যান্ড হান্টার ৩৫০-এর মতো মোটরসাইকেল রয়েছে।
৬৫০ সিসির বাইক লঞ্চ করার পর আন্তরাষ্ট্রীয় বাজারে মিডিয়েট সেগমেন্টে কোম্পানির মার্কেট শেয়ার ৮ থেকে ১০ শতাংশ হয়েছে। ভলভোর সঙ্গে যৌথভাবে বিইসিবির সঙ্গে কোম্পানির কমার্সিয়াল ভেহিকেলস সেগমেন্ট রয়েছে। এর মধ্যে আয়টার মোটরর্সের ৫৪ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী আইসিআইসিআই ডায়রেক্ট (ICICI Direct) জানিয়েছে যে, এই কোম্পানির নেট ক্যাশ পজিটিভ অনেকটাই মজবুত।
advertisement
advertisement
কেনা উচিত হবে -
আইসিআইসিআই ডায়রেক্ট জানিয়েছে যে, আর্থিক বর্ষ ২০২২-২৪ ভলিউম গ্রোথ দেখে তারা এই রেটিং দিয়েছে। ব্রোকারেজ ফার্ম ইএএমএল-এর এসওটিপি আধার দেখে ৪১৭০ টাকার টার্গেট প্রাইজ দিয়েছে। এই কোম্পানির শেয়ার শুক্রবার ১.৩৮ শতাংশ বেড়ে ৩৪৭৩ টাকায় পৌঁছে গিয়েছে। এটি কোম্পানির ৫২ সপ্তাহের ৩৫১৩ টাকার অনেকটাই কাছে। অন্য দিকে, এই কোম্পানির ৫২ সপ্তাহের সবথেকে কম দাম হল ২১৫৯ টাকা। এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল হল ৯৫০৪৫ কোটি টাকা।
advertisement
অ্যাপোলো টায়ার -
এটি দেশের একটি জনপ্রিয় এবং অগ্রণী টায়ার নির্মাতা কোম্পানি। অ্যাপোলো টায়ার (Apollo Tyres) লিমিটেড ভারতের সঙ্গে সঙ্গে ইউরোপীয় বাজারে ব্যবসা করে। এই কোম্পানির ট্রাক, বাস, রেডিয়েল সেগমেন্টে ৩১ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। অন্য দিকে, এই কোম্পানির প্যাসেঞ্জার কার রেডিয়েন্ট সেগমেন্টে ২১ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এই কোম্পানির ৬৭ শতাংশ রেভিনিউ ভারত এবং ৩২ শতাংশ রেভিনিউ ইউরোপীয় বাজার থেকে আসে।
advertisement
কেনা কেন দরকার -
আইসিআইসিআই ডায়রেক্ট এটিএলকে বাই রেটিং দিয়েছে। ব্রোকারেজ ফার্ম জানিয়েছে যে, এই কোম্পানির নজর ক্যাপিটাল এফিসিয়েন্সি এবং খরচ কম করে ভাল টাকা মুনাফা করা অর্থাৎ খরচ কমিয়ে মুনাফা বাড়ানো। আইসিআইসিআই ডায়রেক্ট তাই টার্গেট রেট ২৯০ টাকা থেকে বাড়িয়ে ৩৩৫ টাকা করে দিয়েছে। এই কোম্পানির শেয়ার শুক্রবার ১.৫১ শতাংশ পতন হয়ে ২৭৩ টাকায় বন্ধ হয়েছে। শুক্রবার এই কোম্পানির শেয়ার ২৭৯.৮ টাকায় পৌঁছে গিয়েছে যা ৫২ সপ্তাহে সবথেকে বেশি। অন্য দিকে, ৫২ সপ্তাহে এই কোম্পানির শেয়ারের সবথেকে কম দর হল ১৬৫ টাকা। এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল ১৭৬৪৩ কোটি টাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
টাকা খাটিয়ে সবচেয়ে বেশি রিটার্ন চান? ব্রোকারেজ ফার্ম এই দুই অটো সেক্টরের স্টকের পরামর্শ দিচ্ছে!
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement