২৩ বছরে ২২০ গুণ রিটার্ন! বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়েছে এই ব্যাঙ্কের শেয়ার!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
২০০০ সালে যে সব বিনিয়োগকারীরা আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন তাঁরা আজ কোটিপতি হয়ে গিয়েছেন।
#কলকাতা: দেশে বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে একেবারে প্রথম সারিতেই থাকে আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)। গত কয়েক বছরে ব্যাঙ্কিং সেক্টরে এর জনপ্রিয়তা হু-হু করে বেড়েছে। পাশাপাশি গত দু’দশকে আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারে ব্যাপক রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। পরিসংখ্যান বলছে, গত ২৩ বছর বিনিয়োগকারীদের ২২০ গুণ রিটার্ন দিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার। ২০০০ সালে যে সব বিনিয়োগকারীরা আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন তাঁরা আজ কোটিপতি হয়ে গিয়েছেন।
১ জানুয়ারি ১৯৯৯-এ, যখন আইসিআইসিআই ব্যাঙ্কের আইপিও প্রথমবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে খোলা হয়ে, তখন এর শেয়ারের দাম ছিল মাত্র ৪.০৮ টাকা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার ৮৯৯.৬০ টাকায় বন্ধ হয়েছে। অর্থাৎ এই স্টকটি গত ২৩ বছরে তার বিনিয়োগকারীদের প্রায় ২১,৯৫০ শতাংশের বিপুল রিটার্ন দিয়েছে।ব
advertisement
advertisement
রিটার্নের হিসেব: যদি কোনও বিনিয়োগকারী আইপিও খোলার সময় অর্থাৎ ১৯৯০ সালের ১ জানুয়ারি আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ তিনি ২.২০ কোটি টাকার মালিক হতেন। কোনও বিনিয়োগকারী যদি ৫০ হাজার টাকা বিনিয়োগ করতেন তাহলেও সেই টাকা বেড়ে ১.১০ কোটি টাকা হয়ে যেত। অর্থাৎ অল্প বিনিয়োগে কোটিপতি হওয়ার সুযোগ।
advertisement
শেয়ার বাজারে ব্যাঙ্কের বর্তমান কর্মক্ষমতা: তবে শুধু গত ২৩ বছর নয়, হালফিলেও ব্যাপক পারফরমেন্স দেখাচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। গত এক মাসে এর শেয়ারের দাম বেড়েছে ৬ শতাংশ। গত এক বছরের হিসেবে চোখ বোলালে দেখা যাবে আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার ২৪.৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে, গত ৫ বছরে তার বিনিয়োগকারীদের ২০৮.৫০ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে।
advertisement
এখন আরও ভাল রিটার্ন মিলতে পারে: বিশ্লেষকরা এই ব্যাঙ্কের শেয়ার ৩৫ শতাংশ বৃদ্ধির আশা করছেন। মর্গ্যান স্ট্যানলির বিশ্লেষকরা ৬ সেপ্টেম্বর একটি নোট জারি করে সমগ্র ব্যাঙ্কিং খাতকে পুনরায় রেটিং দেয়। এতে আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের সর্বোচ্চ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। মর্গ্যান স্ট্যানলি আইসিআইসিআই ব্যাঙ্কের লক্ষ্য মূল্য বর্তমান বাজার মূল্য থেকে প্রায় ৩৫ শতাংশ বাড়িয়েছে। যার কারণে এর দাম এখন ১,০৪০ টাকা থেকে বেড়ে ১,২২৫ টাকা চলছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2022 4:22 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২৩ বছরে ২২০ গুণ রিটার্ন! বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়েছে এই ব্যাঙ্কের শেয়ার!