Indian Rupee: মার্কিন ডলারের নিরিখে টাকার দাম পড়ল রেকর্ড, ডলার পিছু মূল্য ৭৭.৮০
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Indian Rupee: অর্থনৈতিক ভাবে আরও চাপের মুখে পড়তে পারে দেশ, কারণ টাকার দাম পড়েছে আবারও।
#নয়াদিল্লি: ফের অর্থনৈতিক ভাবে চাপের মুখে পড়ল ভারত। করোনা ও পরবর্তী সময়ে বাণিজ্যক্ষেত্রগুলি নিয়ে চাপ ছিলই, পাশাপাশি পরবর্তী যুদ্ধের বাজারে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে এক সামগ্রিক সমস্যা তৈরি হয়। এ বার আরও দাম পড়ল ভারতীয় টাকার। এক মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম হল ৭৭.৮০ টাকা, যা সর্বকালীন রেকর্ড বলেই জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। স্বাভাবিক ভাবে এক উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে।
আরও পড়ুন: দিলীপ ঘোষের কাছে এল ফোন, তাতেই তুমুল আলোড়ন! ফের ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত?
করোনা পরবর্তী সময়ে ডিজিপির অধোগতি, বিপুল সংখ্যায় মানুষের কাজ হারানো এবং এক অর্থনৈতিক সঙ্কটের চেহারা আগেই দেখেছে দেশ। তার মধ্যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের মূল্য। স্বাভাবিক ভাবে দেশেও ক্রমাগত পেট্রল ও ডিজেলের মূল্য বৃদ্ধি ঘটেছে। তার মধ্যে দেশে কয়েকদিন আগেই ফুড গ্রেইনের মধ্যে গম বিদেশে রফতানি আংশিক ভাবে বন্ধ করেছে ভারত। পাশাপাশি ভারতের পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা, পাকিস্তান আছে প্রবল অর্থনৈতিক দৈন্যে। এই অবস্থায় অর্থনৈতিক চাপ ভারতের নিত্যসঙ্গী। সেখানে আবারও মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম পড়ায় আরও একটু চাপে পড়ল ভারত।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2022 12:34 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Rupee: মার্কিন ডলারের নিরিখে টাকার দাম পড়ল রেকর্ড, ডলার পিছু মূল্য ৭৭.৮০