রেলের টিকিট চেকিং সিস্টেমে বদল, যাত্রার আগে করতে হবে এই কাজ...

Last Updated:

যাত্রীদের স্টেশনের ভিতরে যাওয়ার জন্য ATMA সিস্টেমে যেতে হবে ৷

#নয়াদিল্লি: করোনার ভাইরাসের জেরে দেশজুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জেরে ভারতীয় রেল টিকিট চেকিংয়ের জন্য অটোমেটেড টিকিট চেকিং অ্যান্ড ম্যানেজিং অ্যাক্সেস সিস্টেম শুরু করেছে ৷ মধ্য রেলওয়ের নাগপুর মন্ডল কোভিড-১৯ সংক্রমণ আটকানোর জন্য রেল যাত্রী ও কর্মীদের সুরক্ষা প্রদানের জন্য ATMA সিস্টেম শুরু করেছে ৷ এর মাধ্যমেই এবার যাত্রীদের টিকিট চেকিং করা হবে ৷ রেলের তরফে যাত্রীদের শরীরের তাপমাত্রা, মাস্ক, টিকিট ও যাত্রীর পরিচয়পত্র দেখা হবে ৷
যাত্রীদের স্টেশনের ভিতরে যাওয়ার জন্য ATMA সিস্টেমে যেতে হবে ৷ সিস্টেমের সামনে যেতেই ডিজিটাল স্ক্রিনে আপনি নিজেকে ও অন্যদিকে বসে থাকা টিকিট চেকারকে দেখতে পাবেন ৷ সবচেয়ে প্রথমে দেখা হবে আপনি মাস্ক পরে আছেন কিনা ৷ এরপর আপনার থার্মাল স্ক্রিনিং করা হবে ৷ আপনি পুরোপুরি সুস্থ রয়েছেন এটা দেখার পরই স্ক্রিনের উপরে থাকা ক্যামেরায় আপনার টিকিটের পিএনআর নম্বর চেক করে আইডি প্রুফ দেখিয়ে লাগেজ চেকিং কাউন্টারের দিকে যেতে হবে ৷
advertisement
এই সমস্ত করার পর হাত স্যানিটাইজ করার পরই আপনি প্ল্যাটফর্মের দিকে বোর্ডিংয়ের জন্য যেতে পারবেন ৷ এই ভাবে সুরক্ষিত ভাবে রেল যাত্রা করা যাবে, যাতে আপনি এবং বাকি সকলে সুস্থ থাকবেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রেলের টিকিট চেকিং সিস্টেমে বদল, যাত্রার আগে করতে হবে এই কাজ...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement