#নয়াদিল্লি: করোনার ভাইরাসের জেরে দেশজুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জেরে ভারতীয় রেল টিকিট চেকিংয়ের জন্য অটোমেটেড টিকিট চেকিং অ্যান্ড ম্যানেজিং অ্যাক্সেস সিস্টেম শুরু করেছে ৷ মধ্য রেলওয়ের নাগপুর মন্ডল কোভিড-১৯ সংক্রমণ আটকানোর জন্য রেল যাত্রী ও কর্মীদের সুরক্ষা প্রদানের জন্য ATMA সিস্টেম শুরু করেছে ৷ এর মাধ্যমেই এবার যাত্রীদের টিকিট চেকিং করা হবে ৷ রেলের তরফে যাত্রীদের শরীরের তাপমাত্রা, মাস্ক, টিকিট ও যাত্রীর পরিচয়পত্র দেখা হবে ৷
যাত্রীদের স্টেশনের ভিতরে যাওয়ার জন্য ATMA সিস্টেমে যেতে হবে ৷ সিস্টেমের সামনে যেতেই ডিজিটাল স্ক্রিনে আপনি নিজেকে ও অন্যদিকে বসে থাকা টিকিট চেকারকে দেখতে পাবেন ৷ সবচেয়ে প্রথমে দেখা হবে আপনি মাস্ক পরে আছেন কিনা ৷ এরপর আপনার থার্মাল স্ক্রিনিং করা হবে ৷ আপনি পুরোপুরি সুস্থ রয়েছেন এটা দেখার পরই স্ক্রিনের উপরে থাকা ক্যামেরায় আপনার টিকিটের পিএনআর নম্বর চেক করে আইডি প্রুফ দেখিয়ে লাগেজ চেকিং কাউন্টারের দিকে যেতে হবে ৷
এই সমস্ত করার পর হাত স্যানিটাইজ করার পরই আপনি প্ল্যাটফর্মের দিকে বোর্ডিংয়ের জন্য যেতে পারবেন ৷ এই ভাবে সুরক্ষিত ভাবে রেল যাত্রা করা যাবে, যাতে আপনি এবং বাকি সকলে সুস্থ থাকবেন ৷