Indian Railways: রাখিতে ৩০টির বেশি ট্রেন বাতিল করল রেল, চেক করে নিন পুরো লিস্ট

Last Updated:

এক নজরে দেখে নিন ২২ অগাস্ট বাতিল হওয়া ট্রেনের লিস্ট-

#নয়াদিল্লি: রেল যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচনা ৷ আপনারও কী এর মধ্যে ট্রেনে যাত্রা করার প্ল্যান রয়েছে ? তাহলে অবশ্যই এটা জেনে রাখুন না হলে পড়তে হতে পারে সমস্যায় ৷ কৃষক আন্দোলনের জন্য একাধিক ট্রেন বাতিল করল ভারতীয় রেল ৷ পঞ্জাবে চলতে থাকা কৃষক আন্দোলনের জেরে (Kisan agitation) এই ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রবিবার ২২ অগাস্ট ৩০টি ট্রেন পুরোপুরি বাতিল করা হয়েছে ৷ আবার বেশ কিছু ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে ৷ উত্তর রেলওয়ের তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷
রাখিবন্ধনের দিন (raksha bandhan 2021) অন্য কোনও শহরে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে আবশ্যই বাতিল হওয়া ট্রেনের লিস্ট দেখে নিন ৷ এর মধ্যে অমৃতসর, নয়াদিল্লি, কটরা, বৈষ্ণব দেবী, হাওড়া, পাঠানকোট, চন্ডীগড়-সহ একাধিক রুটের ট্রেনের সামিল রয়েছে ৷
এক নজরে দেখে নিন ২২ অগাস্ট বাতিল হওয়া ট্রেনের লিস্ট- (Cancelled train list on 22 august 2021)
1. ট্রেন নম্বর – 22439 – NDLC-SVDK – 22 অগাস্ট 2021
advertisement
advertisement
2. ট্রেন নম্বর – 22440 – SVDK-NDLS – 22 অগাস্ট 2021
3. ট্রেন নম্বর – 02014 – ASR-NDLS – 22 অগাস্ট 2021
4. ট্রেন নম্বর – 02029 – NDLS-ASR – 22 অগাস্ট 2021
5. ট্রেন নম্বর – 02030 – ASR-NDLS – 22 অগাস্ট 2021
6. ট্রেন নম্বর – 02053 – HW-ASR – 22 অগাস্ট 2021
advertisement
7. ট্রেন নম্বর – 02054 – ASR-HW – 22 অগাস্ট 2021
8. ট্রেন নম্বর – 02462 – SVDK-NDLS – 22 অগাস্ট 2021
9. ট্রেন নম্বর – 04034 – SVDK-DLI – 22 অগাস্ট 2021
10. ট্রেন নম্বর – 04067 – NDLS-ASR – 22 অগাস্ট 2021
11. ট্রেন নম্বর – 04068 – ASR-NDLS – 22 অগাস্ট2021
advertisement
12. ট্রেন নম্বর – 04077 – DLI-PTK – 22 অগাস্ট 2021
13. ট্রেন নম্বর – 04078 – PTK-DLI – 22 অগাস্ট 2021
14. ট্রেন নম্বর – 04078 – PTK-DLI – 23 অগাস্ট2021
15. ট্রেন নম্বর – 04468 – JUC-HSX – 22 অগাস্ট 2021
16. ট্রেন নম্বর – 04481 – HSX-JUC – 22 অগাস্ট 2021
advertisement
17. ট্রেন নম্বর – 04481 – HSX-JUC – 22 অগাস্ট2021
18. ট্রেন নম্বর – 04482 – JUC-HSX – 22 অগাস্ট 2021
19. ট্রেন নম্বর – 04541 – CDG-ASR – 22 অগাস্ট 2021
20. ট্রেন নম্বর – 04542 – ASR-CDG – 22 অগাস্ট 2021
21. ট্রেন নম্বর – 04561 – CDG-ASR – 22 অগাস্ট 2021
advertisement
22. ট্রেন নম্বর – 04562 – ASR-CDG – 22 অগাস্ট 2021
23. ট্রেন নম্বর – 04663 – DDN-ASR – 22 অগাস্ট 2021
24. ট্রেন নম্বর – 04664 – ASR-DDN – 22 অগাস্ট 2021
25. ট্রেন নম্বর – 04665 – NDLS-ASR – 22 অগাস্ট 2021
26. ট্রেন নম্বর – 04666 – ASR-NDS – 22 অগাস্ট 2021
advertisement
27. ট্রেন নম্বর – 04681 – NDLS-JUC – 22 অগাস্ট 2021
28. ট্রেন নম্বর – 04682 – JUC-NDLS – 22 অগাস্ট 2021
29. ট্রেন নম্বর – 04688 – ASR-SHC – 22 অগাস্ট 2021
30. ট্রেন নম্বর – 01077 – PUNE-JAT – 23 অগাস্ট 2021
ট্রেন নম্বর 09326 অমৃতসর ইনদওর স্পেশ্যাল ২২ অগাস্ট ২০২১ হজরত নিজাম্মুদিন থেকে অমৃতসরের মধ্যে বাতিল থাকবে ৷
ট্রেন নম্বর 02920 শ্রীমাতা বৈষ্ণব দেবী- ডঃ আম্বেদকর নগর স্পেশ্যাল ট্রেন ২২ অগাস্ট ২০২১ নয়াদিল্লি থেকে কটরার মধ্যে বাতিল থাকবে ৷
এছাড়া কোনও রকমের সমস্যার জন্য ১৩৯ নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন ৷ এটা রেলের হেল্পলাইন নম্বর ৷ এছাড়া রেলের অফিশিয়াল ওয়েবসাইট https://enquiry.indianrail.gov.in বা NTES অ্যাপে দেখতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: রাখিতে ৩০টির বেশি ট্রেন বাতিল করল রেল, চেক করে নিন পুরো লিস্ট
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement