Budget 2024: নতুন চাকরি হলেই এক মাসের বেতন দেবে কেন্দ্র, কর্মসংস্থানে উৎসাহ দিতে ৩ প্রকল্প নির্মলার

Last Updated:

Budget 2024 Job and Education: বাজেটের শুরুতেই অর্থমন্ত্রী জানালেন, এবারের বাজেটে ৯টি বিষয়ের উপরে জোর ৷ শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন, কমর্সংস্থান, পরিকাঠামোয় জোর৷ বাজেটে নজর গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে। চাকরিজীবীদের জন‍্য নতুন প্রকল্প আনতে চলেছে সরকার।

নতুন চাকরি হলেই এক মাসের বেতন দেবে কেন্দ্র, কর্মসংস্থানে উৎসাহ দিতে ৩ প্রকল্প নির্মলার
নতুন চাকরি হলেই এক মাসের বেতন দেবে কেন্দ্র, কর্মসংস্থানে উৎসাহ দিতে ৩ প্রকল্প নির্মলার
নয়াদিল্লি: আজ, মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট নিয়ে চাকরিজীবীদের শুরু থেকেই প্রত‍্যাশা রয়েছে। সেই প্রত‍্যাশা কতটা পূরণ হল আজ? শিক্ষাক্ষেত্রে আসছে কোন নতুন স্কিম?
বাজেটের শুরুতেই অর্থমন্ত্রী জানালেন, এবারের বাজেটে ৯টি বিষয়ের উপরে জোর ৷ শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন, কমর্সংস্থান, পরিকাঠামোয় জোর৷ বাজেটে নজর গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে। চাকরিজীবীদের জন‍্য নতুন প্রকল্প আনতে চলেছে সরকার।
advertisement
advertisement
কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি প্রকল্প আনা হচ্ছে বলেই ঘোষণা বাজেটে। সেখানে দেওয়া হবে ইনসেনটিভও। ইপিএফও-র ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যাঁরা প্রথম চাকরিজীবীতে যোগ দেবেন তাঁদের জন‍্য থাকছে বিশেষ সুবিধা। নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইন্সটলমেন্টে  ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন। বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন।
advertisement
এদিন বাজেটে অর্থমন্ত্রী জানালেন, ‘আমরা কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিল তৈরির ওপর জোর দেব’। শিক্ষা ক্ষেত্রে আসছে বড় সুবিধা। ১০ লক্ষ টাকা পর্যন্ত দেশের মধ্যে পড়ার জন্য ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে। প্রতি বছর ১ লক্ষ ছাত্রকে ই-ভাউচার দেওয়া হবে। এদিনের বাজেটে অর্থমন্ত্রী জানান, ‘সরকার মহিলা, যুব, গরিব, পিছিয়ে পড়ার দিকে নজর রাখছে’।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2024: নতুন চাকরি হলেই এক মাসের বেতন দেবে কেন্দ্র, কর্মসংস্থানে উৎসাহ দিতে ৩ প্রকল্প নির্মলার
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement