Indian Agriculture Crisis: ধান ছেড়ে ফুল চাষে ঝুঁকছে চাষিরা, মুনাফার 'লোভ' খাদ্য সঙ্কট ঘটাবে না তো!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
এতদিন সুন্দরবনে বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি ধান চাষ করে এসেছেন কৃষকরা। তবে এখন ব্যাপক মাত্রায় তাঁরা ফুল চাষ শুরু করেছেন
দক্ষিণ ২৪ পরগনা: আজকের দিনে যাতে আয় বেশি মানুষ সেদিকেই যায়। এই কথা সত্যি সুন্দরবনের কৃষকদের ক্ষেত্রেও। তাই ধান চাষ ছেড়ে অধিক লাভের আশায় ক্রমশ ফুল চাষে ঝুঁকছেন তাঁরা। এতে চাষিদের মুনাফা বাড়ছে, ফলে তাঁদের জীবন যাপনের মানও একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই ঘটনায় অন্য এক আশঙ্কার ইঙ্গিত দেখছেন বিশেষজ্ঞরা। এইভাবে ধান চাষ কমে গেলে মানুষের খাদ্য সঙ্কট দেখা দিতে পারে বলে তাঁদের আশঙ্কা।
আরও পড়ুন: সরকারি স্কুলেও লিফট! অবাক কাণ্ড
এতদিন সুন্দরবনে বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি ধান চাষ করে এসেছেন কৃষকরা। তবে এবার দক্ষিণ ২৪ পরগনার অন্তর্ভক্ত সুন্দরবনে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বিভিন্ন ধরনের ফুলের চাষ। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা সহ বেশকিছু ফুলের উৎপাদন ব্যাপকভাবে বেড়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই ফুল কলকাতার বিভিন্ন ফুলবাজারে পাঠানো হচ্ছে। এতে তৈরি হয়েছে অনেকের কর্মসংস্থান।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নার্সারিতে স্বল্প পরিসরে ফুল চাষ ও চারা উৎপাদন করে জেলার কৃষকরা লাভবান হচ্ছেন। ফুল চাষ লাভজনক হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে অল্প সময়ে বেশি লাভের আশায় কৃষকরা এখন এই দিকে ঝুঁকে পড়েছেন। তাঁদের দেখে আগ্রহী হয়ে উঠছেন অন্যান্য এলাকার কৃষকরাও।
সুমন সাহা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2024 9:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Agriculture Crisis: ধান ছেড়ে ফুল চাষে ঝুঁকছে চাষিরা, মুনাফার 'লোভ' খাদ্য সঙ্কট ঘটাবে না তো!
