#মুম্বই: ভারতে আরও একটি বিপ্লব ঘটানোর পথে রিলায়েন্স Jio৷ ২০১৬ সালে সস্তায় সবার জন্য ইন্টারনেটের ব্যবস্থা করেছিল জিও৷ কম টাকায় বেশি ডেটা৷ এ বার জিও-র বিপ্লবের নাম 5G পরিষেবা৷ ঠিক তাই, রিলায়েন্স জিও-র হাত ধরেই 5G-যুগে প্রবেশ করতে চলেছে ভারত৷ রিলায়েন্সের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (Reliance 43rd Annual General Meeting) দুটি বড় ঘোষণা করেছেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি৷ প্রথমটি হল, জিও প্ল্যাটফর্মস-এ Google-এর বিনিয়োগ ও দ্বিতীয়টি হল, ইন-হাউস 5G সলিউশনস৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ‘আত্মনির্ভর ভারত’ গড়ার আহ্বান করছেন, তখনই রিলায়েন্স জিও একেবারে ভারতের নিজস্ব 5G পরিষেবা আনতে প্রস্তুত৷ ভার্চুয়াল অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে ঘোষণা করলেন মুকেশ আম্বানি৷ যখনই সরকার স্পেকট্রাম বণ্টন শুরু করবে, 5G পরিষেবা চালু করে দিতে সব রকম ভাবে তৈরি জিও৷
মুকেশ আম্বানি জানান, জিও-র 5G মোবাইল নেটওয়ার্ক একেবারে নিজস্ব৷ এর জন্য কোনও থার্ড-পার্টি ভেন্ডরের উপরে নির্ভর করতে হবে না৷ তিনি বলেন, 'বিশ্বমানের 5G পরিষেবা দিতে তৈরি জিও৷ একেবারে ১০০ শতাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই পরিষেবা৷' তিনি একে 'মেড ইন ইন্ডিয়া' ৫জি সলিউশন আখ্যা দেন৷
রিলায়েন্স চেয়ারম্যানের ঘোষণায় গোটা দুনিয়ার টেলিকম সংস্থাগুলির মধ্যে আলোড়ন। ৫জি পরিকাঠামো তৈরির ঘোষণা করে, বিশ্বের অন্য সংস্থাগুলিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে রিলায়েন্স জিও। রিলায়েন্স চেয়ারম্যানের ঘোষণা, সরকারি অনুমোদন পাওয়ার পর ৫জি পরিষেবা দিতে বেশি সময় লাগবে না। দুনিয়ার সব টেলিকম সংস্থাকে ৫জি সলিউশন সরবরাহ করতে চায় রিলায়েন্স জিও।
Google এবং জিও-- যৌথ ভাবে সস্তায় 4G/5G স্মার্টফোনও তৈরি করবে৷ মুকেশ আম্বানির কথায়, 'এখনও পর্যন্ত ১০ কোটি জিও ফোন বিক্রি হয়েছে৷ এখনও বহু ফিচার ফোন ব্যবহারকারী তাঁদের ফোনকে স্মার্টফোনে আপগ্রেড করার জন্য অপেক্ষা করছেন৷ আমাদের বিশ্বাস, আমরা এন্ট্রি লেভেল 4G অথবা 5G স্মার্টফোন ডিজাইন করতেই পারি৷ বর্তমান দামের চেয়ে সেই ফোনের দাম অনেকটাই সস্তা হবে৷ গুগল ও জিও যৌথ ভাবে তৈরি করবে একটি ভ্যালু-ইঞ্জিনিয়ার্ড অ্যান্ড্রয়েড-বেসড স্মার্টফোন অপারেটিং সিস্টেম৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 5G Solutions, Reliance Jio, RIL AGM 2020