চিন নির্ভরতা কমছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা এখন ভারত

Last Updated:

২০১৪ সালে ভারতে দু'টি প্ল্যান্টে মাত্র ৬ কোটি মোবাইল ফোন তৈরি হতো৷ যার মূল্য ছিল ৩০০ কোটি ডলার৷

#নয়াদিল্লি: মোবাইল ফোন মানেই কয়েক বছর আগে পর্যন্ত অধিকাংশ হ্যান্ডসেটই চিন থেকে আমদানি করতে হতো৷ কিন্তু ধীরে ধীরে ছবিটা বদলাচ্ছে৷ ভারতীয় বাজার ধরতে মরিয়া বহু চিনা সংস্থাও এখন এ দেশেই কারখানা গড়ে মোবাইল ফোন উৎপাদন করছে৷ যার ফলও মিলছে হাতেনাতে৷ এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ এখন ভারত৷ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সোমবার এই ঘোষণা করেছেন৷ তিনি জানিয়েছেন, দেশে এখনও পর্যন্ত তিনশোরও বেশি মোবাইল উৎপাদনকারী ইউনিট তৈরি হয়েছে৷
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ভারতে এখনও পর্যন্ত ৩০ কোটি মোবাইল ফোন উৎপাদন করা হয়েছে৷ ২০১৪ সালে ভারতে দু'টি প্ল্যান্টে মাত্র ৬ কোটি মোবাইল ফোন তৈরি হতো৷ যার মূল্য ছিল ৩০০ কোটি ডলার৷ সেখানে ২০১৯ সালে ভারতে উৎপাদিত মোবাইল ফোনের মোট মূল্য ৩০ হাজার কোটি ডলার৷ মঙ্গলবার বেলা ১২টায় ভারতীয় ইলেক্ট্রনিক শিল্পের জন্য বড় ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী৷
advertisement
advertisement
advertisement
Xiaomi-র ভারতীয় শাখার প্রধান ট্যুইটারে জানিয়েছেন, সংস্থার উৎপাদিত ৯৯ শতাংশ ফোনই ভারতে তৈরি হয়৷ তার মধ্যে ৬৫ শতাংশ ফোনের আনুষাঙ্গিক সামগ্রী স্থানীয় ভাবে সংস্থান করা হয়৷ পাঁচ বছর আগে ভারতে তাদের প্রথম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করেছিল সংস্থা৷
যেভাবে বিভিন্ন বিদেশি সংস্থা ভারতে মোবাইল ফোন উৎপাদন কেন্দ্র গড়ে তুলছে, তাতে ভবিষ্যতে দেশে উৎপাদিত মোবাইল ফোনের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়া অনেকটাই নিশ্চিত৷ অ্যাপেল ভারতে তাদের বেশ কিছু ফোন তৈরি করে৷ বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, তাদের অধিকাংশ প্রোডাকশন ইউনিট চিন থেকে সরিয়ে ভারতে নিয়ে আসতে চলেছে অ্যাপেল৷ দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং নয়ডায় পৃথিবীর বৃহত্তম মোবাইল ফোন কারখানা তৈরি করেছে৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চিন নির্ভরতা কমছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা এখন ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement