ITR Filing: ফর্ম ১৬ ছাড়াই আয়কর রিটার্ন জমা করার উপায়; দেখে নিন এক নজরে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Income Tax Return Filing: এক নজরে দেখে নেওয়া যাক যে সব চাকরিজীবীদের কাছে ফর্ম ১৬ নেই, তারা কী ভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবে।
#কলকাতা: চাকরিজীবীদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) জমা করার জন্য ফর্ম ১৬ (Form 16) খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এদের ক্ষেত্রে ফর্ম ১৬ ছাড়া ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা খুবই মুশকিল বিষয়। অনেক সময়ই দেখা যায় যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় চলে এলেও, কোম্পানির থেকে তখনও ফর্ম ১৬ পাঠানো হয় না। এমন সময়ে ফর্ম ১৬ ছাড়াও ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক যে সব চাকরিজীবীদের কাছে ফর্ম ১৬ নেই, তারা কী ভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবে।
আরও পড়ুন- মাত্র ২০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্ভব !
বেতনের থেকে আয়ের গণনা
advertisement
প্রথমেই বেতনের দ্বারা হওয়া আয়ের গণনা করতে হবে। অর্থাৎ কোম্পানির থেকে কত টাকা বেতন দেওয়া হয়েছে তার হিসাব। এর জন্য কোম্পানির থেকে পাওয়া পে-স্লিপের সাহায্য নেওয়া যেতে পারে। যে যেখানে কাজ করেছে সেই কোম্পানির সমস্ত পে-স্লিপ যত্ন করে রেখে দিতে হবে। অর্থাৎ নিজেদের বেতনের দ্বারা হওয়া আয়ের সম্পূর্ণ হিসাব এক্ষেত্রে দিতে হবে। ধারা ১৭(১) অনুযায়ী বেতন, ধারা ১৭(২) অনুযায়ী বেতনের মূল্য, ধারা ১৭(৩) অনুযায়ী পরিবর্তিত রাশি, ধারা ১০ অনুযায়ী ছাড়, ধারা ১৬ অনুযায়ী কাটিং ইত্যাদি সকল হিসাবের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। নিজেদের বেতনের দ্বারা আয়ের সম্পূর্ণ বিবরণ এক্ষেত্রে দিতে হবে। এর জন্য দরকার পড়লে কোম্পানির থেকে ফর্ম ১২ নিয়ে রাখতে হবে।
advertisement
কেটে নেওয়া টিডিএস নিজেদের ফর্ম ২৬এএস-এর সঙ্গে যুক্ত করতে হবে
২৬এএস ফর্মে শুধু নিজেদের বেতন থেকে কেটে নেওয়া টিডিএস (TDS) নয়, এক্ষেত্রে অন্যান্য আয় থেকে কেটে নেওয়া টিডিএস-এর বিবরণও দিতে হবে। নিজেদের ফর্ম ২৬এএস দেখানো আয়ের পরিমাণের সঙ্গে নিজেদের টিডিএস-এর পরিমাণও সঠিক ভাবে মিলিয়ে নেওয়া দরকার। কারণ অনেক সময়ই এটি আলাদা আলাদা হয়।
advertisement
গৃহ সম্পত্তির আয়ের গণনা
যদি কেউ নিজেদের বাসভবনের থেকে কোনও রকম আয় করে, অর্থাৎ সেটি যদি ভাড়া দেওয়া থাকে তাহলে সেই আয়ের সঠিক বিবরণ দিতে হবে। ভাড়া বাবদ প্রতি মাসে নিজেদের বাসভবন থেকে কত টাকা আয় হচ্ছে তার সঠিক হিসাব রাখতে হবে। এক্ষেত্রে সেই হিসাবের বিবরণ সঠিক ভাবে দাখিল করতে হবে। এভাবে নিজেদের প্রতিটি আয়ের সঠিক ডিটেলস জমা করে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা সম্ভব। এক্ষেত্রে নিজেদের আয়ের প্রতিটি হিসাব এবং তার ডিটেলস যেন সঠিক হয়, সেই বিষয়ে বিশেষ নজর দিতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2021 7:32 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ITR Filing: ফর্ম ১৬ ছাড়াই আয়কর রিটার্ন জমা করার উপায়; দেখে নিন এক নজরে