Money Making Tips: ছাগল পালনে সংসারের আয় বাড়ানোর পথে সুন্দরবনের গ্রামীণ মহিলারা
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Money Making Ideas: সুন্দরবনের গ্রামীণ মহিলারা সংসারের খরচ সামলাতে ও অতিরিক্ত আয় করতে ছাগল পালন শুরু করেছেন।
হিঙ্গলগঞ্জ: ছাগল পালনে সংসারের আয় বাড়ানোর পথে সুন্দরবনের গ্রামীণ মহিলারা। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে কোড়াকাটি ছাগল প্রজনন উদ্যোগী কেন্দ্র ও সুন্দরবন খামার বিদ্যালয়। সম্প্রতি সাহেবখালি নিত্যানন্দ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক কর্মসূচিতে প্রায় ৫০০ জন মহিলাকে নিয়ে ছাগল প্রজনন ও পালনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রামীণ মহিলাদের হাতে রোজগারের নতুন পথ তুলে দেওয়া। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের বিশেষ প্রজাতির ছাগল দেওয়া হবে, যা শুধু সংসারের আয় বাড়াতেই নয়, অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে স্থায়ী জীবিকার পথও দেখাবে। বিশেষত সুন্দরবন অঞ্চলের আদিবাসী ও নিম্নআয়ের মানুষের কাছে এই উদ্যোগ আশার আলো হয়ে উঠেছে।
আরও পড়ুন: PPF না RD? ১০ বছর ধরে বার্ষিক ১ লাখ টাকা জমা করলে কে বেশি রিটার্ন দেবে ? সম্পূর্ণ হিসেবটি বুঝুন
advertisement
advertisement
এদিনের কর্মসূচির অন্যতম বিশেষ দিক ছিল ‘সাথী সেবা প্রজেক্ট’, যার মাধ্যমে প্রায় এক হাজার মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। সুন্দরবন খামার বিদ্যালয়ের ভূমিদাতা নীতীশ কুমার মণ্ডল জানান, এই উদ্যোগ শুধু মহিলাদের আর্থিক স্বনির্ভরতার দিকেই নয়, গোটা সুন্দরবন এলাকার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
advertisement
স্থানীয় মহিলাদের মতামত অনুযায়ী, এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে তাদের জীবনে বড় পরিবর্তন আনবে। গৃহিণী থেকে শুরু করে তরুণী—সকলেই বিশ্বাস করছেন, ছাগল পালন তাদের সংসারে অতিরিক্ত আয় এনে দেবে এবং স্বপ্ন দেখাবে স্বাবলম্বী জীবনের।
জুলফিকার মোল্যা:
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 5:21 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ছাগল পালনে সংসারের আয় বাড়ানোর পথে সুন্দরবনের গ্রামীণ মহিলারা