ব্যাঙ্ক লকার থেকে জিএসটি রেট, ১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে বহু নিয়ম, জেনে রাখুন আজই!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
২০২৩-এর ১ জানুয়ারি থেকেই নতুন নিয়ম লাগু হবে। মেনে চলতে হবে সেগুলোই।
#কলকাতা: সামনেই নতুন বছর। ২০২৩-কে স্বাগত জানাতে মেতে উঠবে গোটা বিশ্ব। ইতিমধ্যেই নতুন বছরের রেজোলিউশন ঠিক করে ফেলেছেন অনেকেই। অনেকে আবার দেখে নিচ্ছেন কবে কবে ছুটি পাওয়া যাবে।
তবে এর বাইরে আরও কিছু জিনিস আছে যেগুলোর দিকেও সমান খেয়াল রাখতে হবে। কারণ ক্যালেন্ডার বদলালে প্রত্যক্ষ বা পরোক্ষে কিছু নতুন চাপও আসে। আসলে ১ জানুয়ারি থেকে বেশ কিছু নিয়মে বদল আসছে। এর মধ্যে রয়েছে ব্যাঙ্ক লকার, ক্রেডিট কার্ড, জিএসটি, সিএনজি-পিএনজির দাম। ২০২৩-এর ১ জানুয়ারি থেকেই নতুন নিয়ম লাগু হবে। মেনে চলতে হবে সেগুলোই।
advertisement
advertisement
১ জানুয়ারি থেকে এনপিএস-এ আংশিক প্রত্যাহারের নিয়মে বদল: পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ) এনপিএস প্রত্যাহারের বিষয়ে একটি নতুন আদেশ জারি করেছে। নয়া নির্দেশিকা অনুযায়ী সমস্ত সরকারি খাতের গ্রাহকরা (কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রীয় স্বায়ত্তশাসিত সংস্থা) এখন থেকে আংশিক উত্তোলনের জন্য শুধুমাত্র নোডাল অফিসারের কাছে আবেদন করতে পারবেন। ২০২৩-এর ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম লাগু হবে।
advertisement
নতুন ব্যাঙ্ক লকার রুল: ব্যাঙ্ক লকারের নিয়মে বদল এনেছে আরবিআই। যার মধ্যে গ্রাহকদের আপডেট করা লকার চুক্তি অন্যতম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, লকার চুক্তিতে যে কোনও অন্যায্য শর্ত অন্তর্ভুক্ত হয়নি তা নিশ্চিত করবে ব্যাঙ্ক। শুধু তাই নয়, ব্যাঙ্কের শর্তগুলিও খুব কঠোর হবে না।
advertisement
হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট: মোটর যান আইন এবং কেন্দ্রীয় মোটর যানের নিয়ম অনুসারে, সমস্ত যানবাহনের জন্য এইচএসআরপি এবং রঙ-কোডেড স্টিকার বাধ্যতামূলক৷ নিয়ম অনুসারে, এইচএসআরপি এবং রঙ-কোডেড স্টিকার ছাড়া যে কোনও গাড়ি ধরা পড়লে, ৫০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। দু চাকা গাড়ির জন্য নম্বর প্লেটের দাম ৩৬৫ টাকা, চার চাকার জন্য ৬০০ থেকে ১০০০ টাকা।
advertisement
ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন: নতুন বছর ২০২৩ থেকে শুরু করে, বেশ কয়েকটি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টের জন্য তাদের পুরস্কার পয়েন্ট স্কিম পরিবর্তন করতে পারে। এই ক্ষেত্রে, অবশ্যই ৩১ ডিসেম্বরের মধ্যে ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্টগুলি রিডিম করতে হবে৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 31, 2022 2:40 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্ক লকার থেকে জিএসটি রেট, ১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে বহু নিয়ম, জেনে রাখুন আজই!