এই ১ টাকার কয়েন থাকলে বাড়িতে বসেই পেয়ে যাবেন ১ লক্ষ টাকা !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন এই ১ টাকার কয়েনটি কোথায় এবং কীভাবে বিক্রি করবেন ৷
#নয়াদিল্লি: আপনার কাছে এই ১ টাকার কয়েন (1 Rupee Old Coin) থাকলে বাড়িতে বসেই হয়ে যাবেন লক্ষপতি ৷ অনলাইনে এই কয়েনটি বিক্রি করে পেয়ে যাবেন ১ লক্ষ টাকা ৷ অনেক সময়ই শোনা গিয়েছে, ওয়েবসাইটে পুরনো জিনিস বিক্রি করে কোটিপতি হয়েছেন অনেকেই ৷ কোনও জিনিয় পুরনো হয়ে গেলে বা অনেকটা সময় আগের হলে সেটি অ্যান্টিক ক্যাটাগরিতে পড়ে যায় ৷ এরকম জিনিসের আন্তর্জাতিক বাজারে অনেক বেশি চাহিদা রয়েছে ৷ ফলে স্বাভাবিক ভাবেই এই জিনিস বিক্রি করে অনেক টাকা আয় করা যেতে পারে ৷ দেখে নিন এই ১ টাকার কয়েনটি কোথায় এবং কীভাবে বিক্রি করবেন ৷
সম্প্রতি বেশ কয়েকজন ওয়েবসাইটে কয়েন বিক্রি করে লক্ষপতি হয়েছেন৷ বর্তমানে ই-কমার্স ওয়েবসাইটে এই সুযোগ পাওয়া যাচ্ছে ৷ আপনিও কী পুরনো টাকা জমিয়ে রাখেন ? তাহলে লক্ষপতি হওয়ার রয়েছে দারুন সুযোগ ৷
দেখে নিন দাম কত ? ই-কমার্স সাইট Quickr-এ ক্যুইন ভিক্টোরিয়ার (queen Victoria) ১৮৬২ সালের কয়েন বিক্রি হচ্ছে ৷ এই ওয়েবসাইটে এই কয়েনটি প্রায় ১.৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে ৷ ১৮৬২ সালে তৈরি এক টাকার রুপোর কয়েন বিরল মুদ্রার বিভাগে আসে।
advertisement
advertisement
কীভাবে বিক্রি করবেন কয়েন ? আপনার কাছে এই কয়েনটি থাকলে এবং সেটি বিক্রি করতে চাইলে সবচেয়ে প্রথমে ওয়েবসাইটে বিক্রেতা হিসেবে নিজেকে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ কয়েনের ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করতে হবে ৷ এরপর পেমেন্ট ও ডেলিভারির শর্ত মেনে অনলাইনে কয়েন সহজেই বিক্রি করতে পারবেন ৷
এখানে করতে পারবেন নিলামি- পুরনো কয়েন বা নোটের নিলামি OLX বা India Mart অনলাইন প্ল্যাটফর্মেও হয়ে থাকে ৷ এখানে আপনাকে নিজের লগ ইন আইডি তৈরি করতে হবে ৷ এর সঙ্গে indiamart.com ওয়েবসাইটেও কয়েন বিক্রি করতে পারবেন ৷ নোটের ছবি শেয়ার করতে হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2021 7:56 AM IST