Mutual Fund: শিয়রে শমন! মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকলে এখনই সেরে রাখুন এই কাজ!

Last Updated:

কী কী কাজ করতে হবে ৩১ মার্চের মধ্যে দেখে নেওয়া যাক এক নজরে!

কলকাতা: বদলে যাচ্ছে অনেক নিয়ম। আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে অনেক পরিবর্তন করতে হবে নিজের ব্যবসায়। না হলে নানা রকম সমস্যায় পড়তে হতে পারে। তা সে প্যান-আধার সংযুক্তিই হোক বা মিউচুয়াল ফান্ডে নমিনেশন। কী কী কাজ করতে হবে ৩১ মার্চের মধ্যে দেখে নেওয়া যাক এক নজরে—
বাধ্যতামূলক মনোনয়ন—
মিউচুয়াল ফান্ড-এ বিনিয়োগকারীদের বাধ্যতামূলক ভাবে একটি ঘোষণা করতে হবে, যদি তাঁরা মনোনয়ন বাছাই বা নাকচ করেন। SEBI স্পষ্ট জানিয়েছে, নমিনেশন ছাড়া যে সমস্ত ফোলিও কাজ করছে, তাদের ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে নমিনেশন বাছাই করতে হবে বা ছাড়তে হবে৷ না হলে ফোলিওগুলি বিনিয়োগ এবং রিডিম করা যাবে না। বিনিয়োগকারীরা আর এসআইপিগুলি চালিয়ে নিয়ে যেতেও পারবেন না।
advertisement
advertisement
টু-ফ্যাক্টর অথেন্টিকেশন—
SEBI মিউচুয়াল ফান্ড রিডেম্পশনের জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশন-এর উপর জোর দিচ্ছে। ফলে বিনিয়োগকারীরা অনলাইন মোডে মিউচুয়াল ফান্ড থেকে অর্থ পেতে চাইলে OTP দিতে হবে। পরে মিউচুয়াল ফান্ড সাবস্ক্রিপশনের জন্যও এটি কার্যকর করা হবে। এর জন্য বিনিয়োগকারীদের ৩১ মার্চের মধ্যে মোবাইল নম্বর এবং ই-মেল আইডি যাচাই করাতে হবে৷
advertisement
PAN এবং PEKRN আপডেট—
বিনিয়োগকারীদের ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে মিউচুয়াল ফান্ড ফোলিও-তে PAN এবং PAN ছাড় KYC রেফারেন্স নম্বর (PEKRN) আপডেট করা বাধ্যতামূলক৷
না হলে ১ এপ্রিল, ২০২৩ থেকে মিউচুয়াল ফান্ডে কোনও আর্থিক লেনদেন করা যাবে না।
advertisement
আধার প্যান লিঙ্ক—
যত তাড়াতাড়ি সম্ভব আধার এবং প্যান লিঙ্ক করা গুরুত্বপূর্ণ। ৩১ মার্চ ২০২৩-এর পর তা আর করা যাবে না। আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। মিউচুয়াল ফান্ডে প্যান বাধ্যতামূলক। ফলে বিনিয়োগকারীদের ফোলিও নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
মনে রাখতে হবে কেওয়াইসি-র জন্য প্যান প্রয়োজন হয়৷ তাই স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য এটি বাধ্যতামূলক।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund: শিয়রে শমন! মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকলে এখনই সেরে রাখুন এই কাজ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement