ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই পাওয়া যাবে ২ লক্ষ টাকার সুবিধা, জানতেন কি?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
২ লক্ষ টাকার সুবিধা বিনামূল্যে পাওয়া গেলেও বেশিরভাগ ব্যাঙ্ক গ্রাহক এই সুবিধা সম্পর্কে সচেতন নন।
#কলকাতা: কথায় যতই বলুক টাকা খোলাম কুচি না, কেন্দ্রীয় সরকারের নানা যোজনায় বার বার প্রমাণ হচ্ছে সাধারণ জনগণের জন্য কেন্দ্রীয় সরকার কতটা সজাগ। নিত্য নতুন যোজনার মাধ্যমে জনসাধারণের কষ্ট লাঘবের চেষ্টায় সর্বদা তৎপর সরকার। শুনতে অদ্ভুত শোনালেও সত্যি যে, ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে বিনামূল্যে ২ লক্ষ টাকা পর্যন্ত লাভ পাওয়া যেতে পরে। হতবাক হওয়ার দরকার নেই, সত্যিই পাওয়া যাবে এই টাকা। ২ লক্ষ টাকার সুবিধা বিনামূল্যে পাওয়া গেলেও বেশিরভাগ ব্যাঙ্ক গ্রাহক এই সুবিধা সম্পর্কে সচেতন নন।
আসলে জন ধন অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের ব্যাঙ্ক এই সুবিধা বিনামূল্যে প্রদান করে। ব্যাঙ্কগুলি গ্রাহকদের ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমা প্রদান করে। জেনে নেওয়া যাক ব্যাঙ্কের এই স্কিমের সমস্ত তথ্য। ব্যাঙ্ক তার জন ধন অ্যাকাউন্টধারীদের ২ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দিচ্ছে। এই ব্যাঙ্কের সুবিধা অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য সুবিধাজনক পদ্ধতিতে আর্থিক পরিষেবা, সঞ্চয় এবং আমানত অ্যাকাউন্ট থেকে ঋণ, বিমা, এমনকী পেনশনের সুবিধা নিশ্চিত করে।
advertisement
advertisement
জন ধন অ্যাকাউন্টের সুবিধা:
৬ মাস পরে ওভারড্রাফটের সুবিধা
২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা
৩০ হাজার টাকার জীবন বীমা, যা সুবিধাভোগীর মৃত্যুতে পাওয়া যায়।
advertisement
আমানতের উপর সুদ।
অ্যাকাউন্টের সঙ্গে বিনামূল্যে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা সুবিধা দেওয়া হয়।
ধন অ্যাকাউন্ট প্রতি একটি ডেবিট কার্ড জারি করা হয়, যার সাহায্যে টাকা তুলতে বা কেনাকাটা করতে পারে যায়
জন ধন অ্যাকাউন্টের মাধ্যমে বিমা, পেনশন পণ্য কেনা সহজ।
জন ধন অ্যাকাউন্ট থাকলে তবে পিএম কিষাণ এবং শ্রমযোগী মানধন মতো প্রকল্পগুলিতে পেনশনের জন্য অ্যাকাউন্ট খোলা হবে।
advertisement
দেশব্যাপী সরাসরি অ্যাকাউন্টে টাকা স্থানান্তর সুবিধা ।
অ্যাকাউন্ট খুলতে হলে:
নতুন জন ধন অ্যাকাউন্ট খুলতে চাইলে নিকটস্থ ব্যাঙ্কে গিয়ে সহজেই এটি করতে পারা যায়। এজন্য একটি ফর্ম পূরণ করতে হবে। নাম, মোবাইল নম্বর, ব্যাঙ্কের শাখার নাম, আবেদনকারীর ঠিকানা, নমিনির নাম, পেশা/কর্মসংস্থান এবং বার্ষিক আয় এবং নির্ভরশীলদের সংখ্যা, এসএসএ কোড বা ওয়ার্ড নম্বর, গ্রামের কোড বা শহরের কোড ইত্যাদি দিতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 11:26 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই পাওয়া যাবে ২ লক্ষ টাকার সুবিধা, জানতেন কি?