হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
৩১ ডিসেম্বর পর্যন্ত এই কাজ না করলে সিজ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

৩১ ডিসেম্বর পর্যন্ত এই কাজ না করলে সিজ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

স্যালারি অ্যাকাউন্টের অনেক সুবিধে৷ প্রতীকী ছবি

স্যালারি অ্যাকাউন্টের অনেক সুবিধে৷ প্রতীকী ছবি

KYC Update: রিজার্ভ ব্যাঙ্কের তরফে কেওয়াইসি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: নতুন বছরে হতে চলেছে একাধিক বদল যার প্রভাব পড়তে চলেছে সরাসরি আপনার জীবনে ৷ এর মধ্যে সামিল রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট ৷ ১ জানুয়ারি ২০২২ থেকে যে সমস্ত অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই সেগুলি সিজ করে নেওয়া হবে ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে কেওয়াইসি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ৷

আরও পড়ুন: ১ জানুয়ারি অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা ? এই কাজটি না করলে আটকে যাবে টাকা....

ব্যাঙ্কে অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করানো না থাকলে আর দেরি করবেন না ৷ শীঘ্রই এই কাজটি না করলে নতুন বছরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে এবং কোনও লেনদেন করতে পারবেন না ৷ রিজার্ভ ব্যাঙ্ক এরকম অ্যাকাউন্ট হোল্ডারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে ৷

আরও পড়ুন: কলকাতায় কত হল পেট্রোল ও ডিজেলের দাম? দেখে নিন এখানে...

প্রত্যেক দু’বছরে KYC করা জরুরি

নিজের গ্রাহকদের জানুন অর্থাৎ কেওয়াইসি (Know Your Customer) অনুযায়ী, গ্রাহকদের তাদের পরিচয় ও ঠিকানার প্রমান পত্র দিতে হবে ৷ যে কোনও রকমের লেনদেনের কেওয়াইসি বাধ্যতামূলক ৷ কেওয়াইসি-র মাধ্যমে গ্রাহকরা সম্পর্ক তথ্য নিয়ে থাকে ব্যাঙ্ক ৷ কিছু গ্রাহকের ক্ষেত্রে ২ বছর অন্তর কেওয়াইসি করতে হয়, আবার কয়েক জনের ক্ষেত্রে ১০ বছরে কেওয়াইসি করাতে হয় ৷ লম্বা সময় পর্যন্ত নিষ্ক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার চালু করার জন্য কেওয়াইসি আপডেট করানো অত্যন্ত জরুরি ৷

আরও পড়ুন: ২০২২-এ নতুন বিনিয়োগ শুরু করে টাকা জমাতে চান? এক নজরে দেখে নিন সেরা ২২ উপায়!

কেওয়াইসি আপডেট করানোর জন্য ব্যাঙ্কে অবশ্যই নিয়ে যেতে হবে এই ডকুমেন্টসগুলি - কেওয়াইসি আপডেট করানোর জন্য পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বা প্যান কার্ড নিয়ে যেতে হবে ৷ বাড়িতে বসে অনলাইনেও কেওয়াইসি করাতে পারবেন ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Bank Account, KYC