Alert: ৪৮ দিনে টাকা জমা না দিলে ৪ এর বদল ৭ শতাংশ সুদ দিতে হবে কৃষকদের

Last Updated:

লকডাউনের জেরে মোদি সরকার ৩১ মার্চের সময়সীমা বাড়িয়ে ৩১ মে করেছিল ৷ পরে তা বাড়িয়ে ৩১ অগাস্ট করে দেওয়া হয় ৷

#নয়াদিল্লি: দেশের ৭ কোটি কিষাণ ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ খবর ৷ আগামী ৪৮ দিনের মধ্যে কেসিসি-তে নেওয়া টাকা ফেরত না দিলে ৪ শতাংশের বদলে ৭ শতাংশ সুদ দিতে হবে ৷ চাষিদের ক্ষেত্রে সরকার ৩১ অগাস্ট পর্যন্ত টাকা জমা দেওয়ার সময় দিয়েছিল ৷ এর মধ্যে টাকা জমা দিলে তাদের ৪ শতাংশ সুদ দিতে হবে ৷ কিন্তু ৩১ অগাস্টের পর তাঁদের দিতে হবে ৭ শতাংশ সুদ ৷
সাধারণত কেসিসি-তে নেওয়া লোন ৩১ মার্চের মধ্যে ফেরত দিতে হয় ৷ এরপর ফের আগামী বছরের জন্য কৃষকরা লোন নিতে পারেন ৷ এই সময়ের মধ্যে টাকা ফেরত দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ কারণ সুদে ছাড় পাওয়া যায় ৷ টাকা ফেরত দেওয়ার দু-তিন দিন পর ফের টাকা তুলে নেওয়া যায় ৷ এর জেরে ব্যাঙ্কে কৃষকের রেকর্ডও ভাল থাকে এবং চাষের জন্য টাকার সমস্যায় পড়তে হয় না ৷
advertisement
লকডাউনের জেরে মোদি সরকার ৩১ মার্চের সময়সীমা বাড়িয়ে ৩১ মে করেছিল ৷ পরে তা বাড়িয়ে ৩১ অগাস্ট করে দেওয়া হয় ৷ অর্থাৎ মাত্র ৪ শতাংশ সুদে কৃষকরা টাকা ফেরত দেওয়ার সময় পাচ্ছেন ৩১ অগাস্ট পর্যন্ত ৷ এই সময় পেরিয়ে গেলে তাদের নির্দিষ্ট সুদের থেকে অতিরিক্ত ৩ শতাংশ সুদ দিতে হবে ৷
advertisement
advertisement
চাষের জন্য কেসিসি-র মাধ্যমে নেওয়া ৩ লক্ষ টাকা পর্যন্ত লোনে সুদ ৯ শতাংশ হয় ৷ কিন্তু সরকার তাতে ২ শতাংশ সাবসিডি দিয়ে থাকে ৷ এই ভাবে সুদের হার ৭ শতাংশ হয় ৷ কিন্তু সময়ে টাকা ফেরত দিয়ে দিলে পাওয়া যায় ৩ শতাংশ ছাড় ৷ এই ভাবে লোনের উপর মাত্র ৪ শতাংশ সুদ দেওয়ার সুবিধা পান কৃষকরা ৷
advertisement
কী হিসেবে লোন দেওয়া হয় ? ১ হেক্টর জমির জন্য পাওয়া যায় ২ লক্ষ টাকা লোন ৷ কিন্তু প্রত্যেক ব্যাঙ্কের লোনের লিমিট আলাদা আলাদা হয় ৷ ব্যাঙ্কের তরফে কিষাণ ক্রেডিট কার্ড জারি করা হয়ে থাকে যার মাধ্যমে আপনি যে কোনও সময় টাকা তুলতে পারেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alert: ৪৮ দিনে টাকা জমা না দিলে ৪ এর বদল ৭ শতাংশ সুদ দিতে হবে কৃষকদের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement