#নয়াদিল্লি: দেশের ৭ কোটি কিষাণ ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ খবর ৷ আগামী ৪৮ দিনের মধ্যে কেসিসি-তে নেওয়া টাকা ফেরত না দিলে ৪ শতাংশের বদলে ৭ শতাংশ সুদ দিতে হবে ৷ চাষিদের ক্ষেত্রে সরকার ৩১ অগাস্ট পর্যন্ত টাকা জমা দেওয়ার সময় দিয়েছিল ৷ এর মধ্যে টাকা জমা দিলে তাদের ৪ শতাংশ সুদ দিতে হবে ৷ কিন্তু ৩১ অগাস্টের পর তাঁদের দিতে হবে ৭ শতাংশ সুদ ৷
সাধারণত কেসিসি-তে নেওয়া লোন ৩১ মার্চের মধ্যে ফেরত দিতে হয় ৷ এরপর ফের আগামী বছরের জন্য কৃষকরা লোন নিতে পারেন ৷ এই সময়ের মধ্যে টাকা ফেরত দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ কারণ সুদে ছাড় পাওয়া যায় ৷ টাকা ফেরত দেওয়ার দু-তিন দিন পর ফের টাকা তুলে নেওয়া যায় ৷ এর জেরে ব্যাঙ্কে কৃষকের রেকর্ডও ভাল থাকে এবং চাষের জন্য টাকার সমস্যায় পড়তে হয় না ৷
লকডাউনের জেরে মোদি সরকার ৩১ মার্চের সময়সীমা বাড়িয়ে ৩১ মে করেছিল ৷ পরে তা বাড়িয়ে ৩১ অগাস্ট করে দেওয়া হয় ৷ অর্থাৎ মাত্র ৪ শতাংশ সুদে কৃষকরা টাকা ফেরত দেওয়ার সময় পাচ্ছেন ৩১ অগাস্ট পর্যন্ত ৷ এই সময় পেরিয়ে গেলে তাদের নির্দিষ্ট সুদের থেকে অতিরিক্ত ৩ শতাংশ সুদ দিতে হবে ৷
চাষের জন্য কেসিসি-র মাধ্যমে নেওয়া ৩ লক্ষ টাকা পর্যন্ত লোনে সুদ ৯ শতাংশ হয় ৷ কিন্তু সরকার তাতে ২ শতাংশ সাবসিডি দিয়ে থাকে ৷ এই ভাবে সুদের হার ৭ শতাংশ হয় ৷ কিন্তু সময়ে টাকা ফেরত দিয়ে দিলে পাওয়া যায় ৩ শতাংশ ছাড় ৷ এই ভাবে লোনের উপর মাত্র ৪ শতাংশ সুদ দেওয়ার সুবিধা পান কৃষকরা ৷
কী হিসেবে লোন দেওয়া হয় ? ১ হেক্টর জমির জন্য পাওয়া যায় ২ লক্ষ টাকা লোন ৷ কিন্তু প্রত্যেক ব্যাঙ্কের লোনের লিমিট আলাদা আলাদা হয় ৷ ব্যাঙ্কের তরফে কিষাণ ক্রেডিট কার্ড জারি করা হয়ে থাকে যার মাধ্যমে আপনি যে কোনও সময় টাকা তুলতে পারেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Interest rate, Kisan credit card, Loan