বিনামূল্যে গ্রাহকদের রেশন দেবে এই ব্যাঙ্ক, দেখে নিন কীভাবে মিলবে এই সুবিধা

Last Updated:

ব্যাঙ্কের তরফে যে রেশন কিট দেওয়া হচ্ছে সেটা নেওয়ার জন্য নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করতে হবে ৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে প্রবল ভাবে প্রভাবিত হয়েছে জনজীবন ৷ কোভিড-১৯ এর জেরে যে সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য IDFC FIRST Bank তাদের গ্রাহকদের জন্য নতুন পরিষেবা চালু করে দিয়েছে ৷ IDFC FIRST Bank তাদের গ্রাহকদের বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ ব্যাঙ্কের তরফে ‘ঘর-ঘর-রেশন’ (Ghar Ghar Ration) কার্যক্রম শুরু করে দিয়েছে ৷
কর্মচারীদের ফান্ড থেকে শুরু হবে এই পরিষেবা - ‘ঘর-ঘর-রেশন’ প্রোগামে ব্যাঙ্কের বর্তমান কর্মচারীরা COVID কাস্টোমার কেয়ার ফান্ডে যোগদান করেছে ৷ ব্যাঙ্কের তরফে ৫০,০০০ আর্থিক ভাবে পিছিয়ে থাকা গ্রাহকদের সিলেক্ট করা হবে যারা করোনার জেরে ব্যাপক ভাবে প্রভাবিত হয়েছে ৷ এবার এই গ্রাহকদের রেশন কিট দেওয়া হবে ৷ এই রেশন কিটে ১০ কিলো চাল/আটা, ২ কিলো ডাল, ১ কিলো চিনি ও নমক, ১ কিলো খাওয়ার তেল, মশালার ৫ প্যাকেট, চা ও বিস্কুট রয়েছে ৷ এর মাধ্যমে একটি পরিবারের প্রায় এক মাসের দরকারের জিনিস থাকবে ৷
advertisement
ব্যাঙ্কের তরফে যে রেশন কিট দেওয়া হচ্ছে সেটা নেওয়ার জন্য নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করতে হবে ৷ গ্রামীণ অঞ্চলে কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে এই রেশন কিট বিতরণ করা হবে ৷ মহারাষ্ট্র, রাজস্থান ও হরিয়ানায় ইতিমধ্যেই ১০০০ রেশন কিট সফলভাবে বিতরণ করা হবে ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিনামূল্যে গ্রাহকদের রেশন দেবে এই ব্যাঙ্ক, দেখে নিন কীভাবে মিলবে এই সুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement