#নয়াদিল্লি: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে প্রবল ভাবে প্রভাবিত হয়েছে জনজীবন ৷ কোভিড-১৯ এর জেরে যে সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য IDFC FIRST Bank তাদের গ্রাহকদের জন্য নতুন পরিষেবা চালু করে দিয়েছে ৷ IDFC FIRST Bank তাদের গ্রাহকদের বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ ব্যাঙ্কের তরফে ‘ঘর-ঘর-রেশন’ (Ghar Ghar Ration) কার্যক্রম শুরু করে দিয়েছে ৷
কর্মচারীদের ফান্ড থেকে শুরু হবে এই পরিষেবা - ‘ঘর-ঘর-রেশন’ প্রোগামে ব্যাঙ্কের বর্তমান কর্মচারীরা COVID কাস্টোমার কেয়ার ফান্ডে যোগদান করেছে ৷ ব্যাঙ্কের তরফে ৫০,০০০ আর্থিক ভাবে পিছিয়ে থাকা গ্রাহকদের সিলেক্ট করা হবে যারা করোনার জেরে ব্যাপক ভাবে প্রভাবিত হয়েছে ৷ এবার এই গ্রাহকদের রেশন কিট দেওয়া হবে ৷ এই রেশন কিটে ১০ কিলো চাল/আটা, ২ কিলো ডাল, ১ কিলো চিনি ও নমক, ১ কিলো খাওয়ার তেল, মশালার ৫ প্যাকেট, চা ও বিস্কুট রয়েছে ৷ এর মাধ্যমে একটি পরিবারের প্রায় এক মাসের দরকারের জিনিস থাকবে ৷
ব্যাঙ্কের তরফে যে রেশন কিট দেওয়া হচ্ছে সেটা নেওয়ার জন্য নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করতে হবে ৷ গ্রামীণ অঞ্চলে কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে এই রেশন কিট বিতরণ করা হবে ৷ মহারাষ্ট্র, রাজস্থান ও হরিয়ানায় ইতিমধ্যেই ১০০০ রেশন কিট সফলভাবে বিতরণ করা হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IDFC Bank