নোট বাতিলের কোপ পড়ল ফিক্সড ডিপোজিটের সুদের উপর !

Last Updated:

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের কোপ পড়ল এবার ফিক্সড ডিপোজিটের সুদে ৷

#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের কোপ পড়ল এবার ফিক্সড ডিপোজিটের সুদে ৷ এমনটা যে হবে, আশঙ্কা করাই গিয়েছিল ৷ ইতিমধ্যেই এফডি-তে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক ৷ সুদের হার  কমেছে এক শতাংশ পর্যন্ত ৷
০.২৫ শতাংশ পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে আইসিআইসিআই ও এইচডিএফসি ব্যাঙ্ক ৷ অন্যদিকে স্বল্পমেয়াদী ফিক্সড ডিপোজিটে ১ শতাংশ সুদের হার কমিয়েছে ইউনাইটেড ব্যঙ্ক অফ ইন্ডিয়া ৷ এফ ডি-তে সুদের হার কমানোর ব্যাপারে পিছিয়ে নেই কানাড়া ব্যাঙ্ক ৷ নোট বাতিলের পরেই টাকা জমা দেওয়ার পরিমাণ বেড়েছে দেশের মানুষের ৷ এর জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি ৷ এখনও পর্যন্ত দেশের সবক’টি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের হার কমানোর বিষয়ে চূড়ান্ত কিছু না জানালেও আইসিসিআই, ইউবিআই-দের মতো একই পথে বাকিরাও হাঁটবে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
এদিকে বেস রেট বা ন্যূনতম ঋণের হার ০.০৫ শতাংশ কমিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। এর ফলে পরিবর্তিত বেস রেট দাঁড়িয়েছে ৯.৩০ শতাংশ। দেশের সবক’টি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে এই মুহূর্তে এই হারই সবচেয়ে কম।  এর আগে, গত বছরও ন্যূনতম ঋণের হার কমায় এইচডিএফসি। সেই সময় থেকেই ৯.৩৫ শতাংশ ছিল বেস রেট। এক বছর পরে এই হার কমল আরও ০.০৫ শতাংশ। বেস রেট কমলে, যে কোনও ধরনের ঋণেরই সুদের হার কমবে। অর্থাৎ একটু হলেও স্বস্তি পাবেন ঋণ-গ্রাহকেরা।
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নোট বাতিলের কোপ পড়ল ফিক্সড ডিপোজিটের সুদের উপর !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement