FD Interest Rate: ফের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার ? দেখে নিন কত টাকা বেশি পাবেন.....

Last Updated:

FD Interest Rate: নতুন রেট ২২ জুন ২০২২ থেকে লাগু করা হয়েছে ৷

#নয়াদিল্লি: মাত্র ৬দিন আগে এফডি-তে সুদের হার বৃদ্ধির পর বুধবার ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল বেসরকারি ব্যাঙ্ক ICICI ৷ এবার ২ কোটি টাকার কম এফডি-র ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করা হল ৷ বেশি কিছু নির্দিষ্ট এফডি-র ক্ষেত্রে ৫ বিপিএস বাড়ানো হয়েছে ৷ নতুন রেট ২২ জুন ২০২২ থেকে লাগু করা হয়েছে ৷
ICICI ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আলাদা আলাদা সময়ের এফডি-তে এখন ২.৭৫ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ সুদ পাওয়া যাবে ৷ প্রাইভেট লেন্ডার টার্ম ডিপোজিটে ১৮৫ দিন থেকে এক বছরের কম সময়ের জন্য এবং এক বছর থেকে দু’বছরের এফডি-তে সুদের হার বাড়িয়েছে ৷
advertisement
advertisement
আপনার জন্য জেনে রাখা অত্যন্ত জরুরি -
নতুন রেট অনুযায়ী, ১৮৫ দিন থেকে এক বছরের কম সময়ের জন্য টার্ম ডিপোজিটে সুদ মিলবে ৪.৬৫ শতাংশ যা গতকাল পর্যন্ত ৪.৬০ শতাংশ ছিল ৷ একই ভাবে ICICI ব্যাঙ্ক ১ থেকে ২ বছরের এফডি-তে ৫.৩৫ শতাংশ বার্ষিক রিটার্ন দিচ্ছে যা ২১ জুন পর্যন্ত ৫.৩০ শতাংশ ছিল ৷ ১৮৫ দিন থেকে ১ বছরের এফডি-কে চারটি ভাগে ভাগ করেছে ব্যাঙ্ক - ১৮৫-২১০ দিন, ২১১-২৭০ দিন, ২৭১-২৮৯ দিন এবং ২৯০ থেকে ১ বছরের কম সময়ের এফডি ৷ চারটি ভাগের ক্ষেত্রেই ব্যাঙ্ক ৫ বেসিক পয়েন্টস বৃদ্ধি করেছে ৷
advertisement
সময়সুদের হারপ্রবীণ নাগরিকদের জন্য
7 দিন থেকে 14 দিন2.75%3.25%
15 দিন থেকে  29 দিন2.75%3.25%
30 দিন থেকে 45 দিন3.25%3.75%
46 দিন থেকে 60 দিন3.25%3.75%
61 দিন থেকে 90 দিন3.25%3.75%
91 দিন থেকে 120 দিন3.75%4.25%
121 দিন থেকে 150 দিন3.75%4.25%
151 দিন থেকে 184 দিন3.75%4.25%
185 দিন থেকে 210 দিন4.65%5.15%
211 দিন থেকে 270 দিন4.65%5.15%
271 দিন থেকে  289 দিন4.65%5.15%
290 দিন থেকে 1 বছরের কম4.65%5.15%
1 বছর থেকে 389 দিন5.35%5.85%
390 দিন থেকে < 15 মাস5.35%5.85%
15 মাস থেকে < 18 মাস5.35%5.85%
18 মাস থেকে 2 বছর5.35%5.85%
2 বছর 1 দিন থেকে 3 বছর5.5%6%
3 বছর  1 দিন থেকে 5 বছর5.7%6.2%
5 বছর 1 দিন থেকে  10 বছর5.75%6.50%
5 বছর (80C FD) – 1.50 লক্ষ থেকে বেশি5.7%6.2%
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
FD Interest Rate: ফের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার ? দেখে নিন কত টাকা বেশি পাবেন.....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement