E-Shram Portal: এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করিয়েছেন ২২ কোটি শ্রমিক, দেখে নিন নথিভুক্ত করার পদ্ধতি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কীভাবে করবেন অনলাইনে রেজিস্ট্রেশন?
#নয়াদিল্লি: ই-শ্রম পোর্টালের সঙ্গে যুক্ত শ্রমিকদের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে ৷ শ্রম মন্ত্রকের (Labour Ministry) তরফে জানানো হয়েছে ই-শ্রম পোর্টালে (e-shram Portal) রেজিস্ট্রেশন করানোর সংখ্যা ২২ কোটি পেরিয়ে গিয়েছে ৷ যে শ্রমিকরা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করাতে চাইছেন তারা অনলাইন বা অফলাইনে (Know how to register in e-Shram Portal) করতে পারবেন ৷
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) রেজিস্ট্রেশনের পর যে ই-শ্রম কার্ড পাওয়া যায় তা গোটা দেশে বৈধ মানা হবে ৷ গত বছর অগাস্ট মাসে এই যোজনা চালু করা হয়েছিল ৷ এর মূল উদ্দেশ্য ছিল যে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের সরকারি যোজনার সুবিধা পৌঁছে দেওয়া ৷
advertisement
advertisement
কীভাবে করবেন অনলাইনে রেজিস্ট্রেশন?
- eshram.gov.inওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে
- হোমপেজে ‘Register on e-SHRAM’ লিঙ্কে ক্লিক করতে হবে
- আধার লিঙ্কড মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে ৷ এরপর ক্লিক করতে হবে ওটিপি-তে
advertisement
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দেওয়া নির্দেশ ফলো করতে হবে
- কোনও শ্রমিকের কাছে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর না থাকলে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে যেতে হবে
- বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন
অফলাইনে কী ভাবে রেজিস্ট্রেশন করবেন ?
অফলাইন রেজিস্ট্রেশনের জন্য কমন সার্ভিস সেন্টার, স্টেট সেভা কেন্দ্র, শ্রম সুবিধা কেন্দ্র বা নির্দিষ্ট কয়েকটি পোস্ট অফিসের ডিজিটাল সেবা কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷
advertisement
ই-শ্রম পোর্টাল অসংগঠিত সেক্টরের প্রায় ৩৮ কোটি শ্রমিকদের জন্য ১২ ডিজিটের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) ও ই-শ্রম কার্ড জারি করবে, যা গোটা দেশে বৈধ মানা হবে ৷ অসংগঠিত সেক্টরের দেশের কোটি কোটি শ্রমিকরা এর জেরে একটি নতুন পরিচয় পেতে চলেছেন ৷ প্রবাসী শ্রমিকদের এর মাধ্যমে ট্র্যাক করা অনেকটাই সহজ হয়ে যাবে ৷ শ্রমিকদের সম্বন্ধে ডেটা ও তথ্য সব এর মাধ্যমে পাওয়া যাবে ৷ কাজের ভিত্তিতে শ্রেমিকদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে এবং সেই হিসেবেই তাঁরা বিভিন্ন সরকারি যোজনার সুবিধা নিতে পারবেন ৷
advertisement
দেশ এই প্রথম এমন একটি ব্যবস্থা চালু করা হয়েছে, যা শ্রমিকদের সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত করবে। জানা গিয়েছে ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করা শ্রমিকদের ২ লক্ষ টাকার বিমা দেওয়া হবে। যদি কোনও শ্রমিক দুর্ঘটনার শিকার হন, তাতে যদি তাঁর মৃত্যু হয় অথবা সম্পূর্ণ অক্ষম হয়ে যান, সেক্ষেত্রে ২ লক্ষ টাকা বিমা হিসাবে দেওয়া হবে। আর দুর্ঘটনায় যদি আংশিক অক্ষমতা আসে, সে ক্ষেত্রে ১ লক্ষ টাকা বিমা হিসাবে দেওয়া হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 19, 2022 11:47 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
E-Shram Portal: এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করিয়েছেন ২২ কোটি শ্রমিক, দেখে নিন নথিভুক্ত করার পদ্ধতি