Income Tax Return: আয়কর ফাইলে কম রিফান্ড পেয়েছেন? জেনে কীভাবে পাবেন সম্পূর্ণ টাকা!

Last Updated:

এই বছর রিফান্ডের ক্ষেত্রে অনেকেই সমস্যার মুখোমুখি হয়েছেন।

#নয়াদিল্লি: আয়কর দফতর ২০২০-২১ আর্থিক বর্ষের ইনকাম ট্যাক্স (Income Tax Return) ফাইল করার করার মেয়াদ ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থির করেছিল। যাঁরা মেয়াদের মধ্যে কর জমা দিয়েছেন তাঁরা ইতিমধ্যেই ইনকাম ট্যাক্স রিফান্ড পেয়ে গিয়েছেন। রিফান্ড আসার পর অনেকেই অভিযোগ করছেন যে এবছর করদাতারা কম রিফান্ড পেয়েছেন। এর কারণ হল এই বছর আইটিআর পোর্টালে (ITR Portal) পরিবর্তন করা হয় যার ফলে পোর্টালটি অনেক করদাতার নথিগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেনি। এই কারণেই এই বছর রিফান্ডের ক্ষেত্রে অনেকেই সমস্যার মুখোমুখি হয়েছেন।
কিছু কিছু সেগমেন্টের ক্ষেত্রে পুরনো এবং নতুন পোর্টালে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে যাঁরা পুরনো ফর্ম অনুযায়ী ইনকাম ট্যাক্স ফাইল করেছেন তাঁরা কম রিফান্ড পেয়েছেন। পুরনো নিয়ম অনুযায়ী আয়কর জমা দেওয়া পোর্টাল তাদের ডিডাকশন, আয় এবং টিডিএস সম্পর্কিত সমস্ত তথ্য সিস্টেমে রেজিস্টার করতে পারেনি।
advertisement
advertisement
সম্পূর্ণ রিফান্ড পেতে কী করতে হবে?
এই পরিস্থিতিতে সম্পূর্ণ রিফান্ড পেতে করদাতাদের আয়কর বিভাগের ওয়েবসাইটে গিয়ে আইটিআর সংশোধন (ITR Rectification) করতে হবে। এর জন্য কর প্রদানকারীকে ইনকাম ট্যাক্স রিটার্ন পোর্টালে গিয়ে আইটিআর ফাইলিং সংশোধন করতে হবে। কীভাবে সংশোধন করা যাবে তার সম্পূর্ণ প্রক্রিয়ে নিচে দেওয়া হল-
সবেচেয়ে প্রথমে ইনকাম ট্যাক্স আধিকারিক ওয়েবসাইটে ভিজিট করে সঠিক তথ্য প্রদান করে লগ ইন করতে হবে। ইনকাম ট্যাক্স ওয়েবসাইট- https://eportal.incometax.gov.in ৷
advertisement
এরপর ই-ফাইল অপশনটি বেছে নিতে হবে। একটি ড্রপ ডাউন মেনু আসবে এবং সেই তালিকা থেকে রেক্টিফিকেশন অপশন সিলেক্ট করতে হবে।
করদাতা যে অর্ডার সংশোধন করতে চান সেটি এই তালিকা থেকে বেছে নিতে হবে। কোন বর্ষের ট্যাক্স রেক্টিফাই করতে চান সেই ফিনান্সিয়াল ইয়ারটি সিলেক্ট করতে হবে। এরপর কান্টিনিউ অপশনে ক্লিক করে পরবর্তী পদক্ষপে যেতে হবে।
advertisement
এই পেজে রিকুয়েস্ট টাইপ অপশনে সিলেক্ট করতে হবে। এরপর কী কারণে আইটিআর রেক্টিফাই করতে চান তা উল্লেখ করতে হবে। পরবর্তী পদক্ষেপে সমস্ত প্রাসঙ্গিক নথি আপলোড করতে হবে।
সমস্ত নথি আপলোড হয়ে গেলে আবেদনটিকে সাবমিট অপশনে ক্লিক করে জমা দিতে হবে। এরপর ইনকাম ট্যাক্স বিভাগের তরফে আইটিআর রেক্টিফিকেশন আবেদনকে রিভিউ করা হবে এবং যোগ্য হলে সম্পূর্ণ রিফান্ড কর প্রদানকারীকে ফেরত দেওয়া হবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Income Tax Return: আয়কর ফাইলে কম রিফান্ড পেয়েছেন? জেনে কীভাবে পাবেন সম্পূর্ণ টাকা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement