PF থেকে LPG সিলিন্ডার বুকিং! সমস্ত বড় কাজ সহজেই করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে

Last Updated:

UMANG APP এর মাধ্যমে আপনি একই জায়গায় ২১৪৯৯ ধরনের সরকারি ও ইউটিলিটি পরিষেবা ব্যবহার করতে পারবেন ৷

#নয়াদিল্লি: উমং অ্যাপের (Umang) মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনি সহজেই কয়েক মুহূর্তের মধ্যে সেরে ফেলতে পারবেন ৷ এই মোবাইল অ্যাপের মাধ্যমে প্রভিডেন্ট অ্যাপ (PF), ডিজিলকার (DigiLocker), এনপিএস (NPS), এলপিজি সিলিন্ডার বুকিং, প্যান কার্ড, ইউটিলিটি বিল ইত্যাদির সঙ্গে যুক্ত একাধিক পরিষেবা সহজেই পেয়ে যাবেন ৷ UMANG APP এর মাধ্যমে আপনি একই জায়গায় ২১৪৯৯ ধরনের সরকারি ও ইউটিলিটি পরিষেবা ব্যবহার করতে পারবেন ৷ এই অ্যাপ অ্যান্ড্রয়েড, আইওএস ও সমস্ত ওয়েব ব্রাউজার প্ল্যাটফর্মে পাওয়া যায় ৷ MeitY এবং NeGD-র তরফে অ্যাপটি তৈরি করা হয়েছে ৷
কীভাবে ডাউনলোড করবেন অ্যাপটি?
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টো ও আইফোনের ব্যবহারকারীরা অ্যাপেল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন ৷ ব্যবহারকারীরা 9718397183 নম্বরে মিসড কল দিয়েও অ্যাপটির লিঙ্ক পেয়ে যেতে পারবেন ৷ এছাড়া https://web.umang.gov.in অ্যাপ ডাউনলোড করার জন্য রিডায়রেক্ট করে থাকে ৷
এই অ্যাপ ডাউনলোড করার পর আলাদা আলাদা পরিষেবা ব্যবহার করতে পারবেন ৷ আলাদা আলাদা অ্যাপ ডাউনলোড করেত হবে না ৷ এই অ্যাপের সাহায্যে প্রভিডেন্ট ফান্ড, ডিজিলকার, এনপিএস, গ্যাস সিলিন্ডারের বুকিং, প্যান কার্ড, ইউটিলিটি বিলের সঙ্গে যুক্ত একাধিক পরিষেবা সহজেই পেয়ে যাবেন ৷
advertisement
advertisement
এই অ্যাপের মাধ্যমে আপনি ভারত, ইন্ডেন, এইচপি-সহ সমস্ত সংস্থার গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন ৷ পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা এই অ্যাপের মাধ্যমে তাদের কাজ কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন ৷ বর্তমান সময়ে উমং অ্যাপের পিএফ-র সঙ্গে যুক্ত ১০ ধরনের পরিষেবা পাওয়া যায় ৷ সহজেই পিএফ ব্যালেন্স চেক করতে পারবেন ৷ পাশাপাশি ১০সি ফর্ম, পাসবুক, ক্লেম, ট্র্যাক ক্লেম, ইউএএন অ্যাক্টিভেশন কাজ করা সম্ভব ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PF থেকে LPG সিলিন্ডার বুকিং! সমস্ত বড় কাজ সহজেই করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement