Union Budget 2022: আয়করে কতটা ছাড় মিলবে? বাজেট নিয়ে আশায় বুক বাঁধছে চাকরিজীবী-পেনশনভোগীরা
- Published by:Uddalak B
Last Updated:
Union Budget 2022: এই বাজেটকে ঘিরে চাকরিজীবী এবং পেনশনভোগীদের অনেক প্রত্যাশা।
#নয়াদিল্লি: করোনার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেতনভোগী শ্রেণি। লকডাউনের জেরে অনেকের চাকরি চলে গিয়েছে। আবার বহু কর্মীর বেতনে কাটছাঁট করেছে কোম্পানি। এখনও তা চলছে। লকডাউনের সময় থেকেই ওয়ার্ক ফ্রম হোম করছে চাকরিজীবীদের একটা বড় অংশ। এতে বিদ্যুৎ, ইন্টারনেট, আসবাবপত্র বাবদ কর্মীর পকেট থেকে গচ্চা যাচ্ছে বাড়তি টাকা। এই অবস্থায় ১ ফেব্রুয়ারি বাজেট (Union Budget 2022) পেশ করবেন নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। তাই এই বাজেটকে ঘিরে চাকরিজীবী এবং পেনশনভোগীদের অনেক প্রত্যাশা। অতিমারী আবহে চাকুরীজীবী এবং পেনশনভোগীদের দুর্ভোগের কথা মাথায় রেখে বাজেটে কর (Union Budget 2022) ছাড়ের লিমিট বাড়ানোর বিষয়ে ভাবতে পারে সরকার। এই অবস্থায় ফিসক্যাল কন্ডিশনের দিকে তাকালে ট্যাক্স স্ল্যাব বা আয়করে কোনও রকম ছাড়ের আশা না করাই ভালো বলে মত অর্থনীতিবিদদের। তবে একাংশের মতে, কর ছাড় বাড়ানো হলে চাকরিজীবীদের টেক হোম স্যালারিতে পরিবর্তন হতে পারে।
সরকারি এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, বাজেট ২০২২-এ (Union Budget 2022) চাকরিজীবী এবং পেনশনভোগীদের বহাল থাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনের লিমিট ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। বর্তমানে করদাতাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন লিমিট ৫০ হাজার টাকা। এর আগে স্ট্যান্ডার্ড ডিডাকশনের লিমিট ছিল ৪০ হাজার টাকা। তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি (Arun Jaitley) ২০১৮ সালে তা প্রবর্তন করেছিলেন। এর পর পীযূষ গোয়েল (Piyush Goyal) অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন। সেই সময়ে এই লিমিট বাড়িয়ে ৫০ হাজার টাকা পর্যন্ত করা হয়েছিল। এবার ফের স্ট্যান্ডার্ড ডিডাকশনের লিমিট বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
advertisement
আরও পড়ুন- বাজেটে এই ১০ পদক্ষেপ নিতে হবে নির্মলাকে, তবেই হাসি ফুটবে আমজনতার মুখে!
পার্সোনাল ট্যাক্সেশন নিয়েও একাধিক পরামর্শ গিয়েছে সরকারের কাছে। আর এতে একটাই কমন ব্যাপার হল, স্ট্যান্ডার্ড ডিডাকশনের লিমিট বাড়ানো। করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে মেডিক্যাল খরচ-সহ একাধিক বিষয়ে খরচ বেড়ে গিয়েছে। ফলে এই বিষয়টি সামনে আসছে। অন্য দিকে ওয়ার্ক ফ্রম হোমের কারণে চাকরিজীবীদের বিদ্যুৎ খরচ, ইন্টারনেট সহ অন্যান্য খরচ বেড়ে গিয়েছে। এই অবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশনের লিমিট বাড়ানো হলে বেশ কিছু সুবিধা মিলবে। অন্যদিকে নতুন কর স্ল্যাব তৈরি হলে করদাতাদেরও সুবিধা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন- ২০১৭ সালে রেল বাজেটকে কেন কেন্দ্রীয় বাজেটে জুড়ে দেওয়া হয়? জানুন কারণ
এই প্রসঙ্গে ফিনকর্পিট কনসাল্টিং প্রাইভেট লিমিটিডের পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা লোকেশ আচার্য বলছেন, ‘বর্তমান জীবনযাত্রায় ব্যয় বাড়ছে। সেই তুলনায় বেতনভোগী শ্রেণীর করছাড়ের পরিমাণ কম। করোনার জেরে চিকিৎসা খরচ বেড়েছে। ওয়ার্ক ফ্রম হোমের কারণে ইন্টারনেট, বিদ্যুৎ, আসবাবপত্রে বাড়তি খরচ হচ্ছে। তাই স্ট্যান্ডার্ড ডিডাকশনের লিমিট ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা উচিত’।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2022 9:38 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2022: আয়করে কতটা ছাড় মিলবে? বাজেট নিয়ে আশায় বুক বাঁধছে চাকরিজীবী-পেনশনভোগীরা