How Much Money Will Be Enough ? অবসরের পরে কত টাকার সঞ্চয় থাকলে ভাল ভাবে জীবন যাপন করা সম্ভব?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
How Much Money Will Be Enough: অবসরের পরে নিশ্চিন্তে জীবন যাপন করতে কত টাকার সঞ্চয় দরকার? মাসিক খরচ, মূল্যবৃদ্ধি ও চিকিৎসা ব্যয় ধরে সঠিক হিসাব জানুন।
বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে সকলেরই প্রধান চিন্তা ভবিষ্যতে কী হতে পারে। কেন না, জিনিসপত্রের দাম, জীবনযাত্রার খরচ কখনই কমে না। দিন দিন তা কেবল বাড়তেই থাকে। অতএব, যদি ভদ্রস্থ ভাবে বাঁচতে হয়, তাহলে অবসর নেওয়ার সময় একটা ঠিকঠাক অঙ্কের তহবিল থাকা প্রয়োজন।
কিন্তু, অবসরের পরে কত টাকার সঞ্চয় থাকলে ভাল ভাবে জীবন যাপন করা সম্ভব? অবসরের সময় একজন মানুষের কাছে কত টাকা থাকার সঞ্চয় থাকা প্রয়োজন? জানুন হিসেব কী বলছে।
অবসরকালীন করপাস হল সেই টাকা যা নিজেদের কাছে সেভিংস হিসাবে থাকবে, যা দিয়ে অবসরের পরেও নিশ্চিন্তে ভাল ভাবে জীবনযাপন করা সম্ভব হয়। আজ আমরা এই রিপোর্টে জানাতে যাচ্ছি যে, এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত কী এবং কীভাবে একজনের অবসরকালীন প্ল্যান করা প্রয়োজন।
advertisement
advertisement
স্বাস্থ্য খাতে খরচ – এটি হল অবসরের পরে সবথেকে গুরুত্বপূর্ণ একটি দিক। কারণ অবসরের পরে এই খাতেই সবথেকে বেশি টাকার প্রয়োজন হয়। তাই অবসরের প্ল্যান করার সময়ে এই খাতের দিকে বিশেষ নজর দিতে হবে।
রিটায়ারমেন্ট প্ল্যানিং ক্যালকুলেটর – এর জন্য ২৫× এবং ৪% এর মতো কয়েকটি জনপ্রিয় হিসেব রয়েছে। এই হিসেব অনুযায়ী বোঝা যেতে পারে যে, অবসরের সময় কত টাকার সঞ্চয় থাকা প্রয়োজন।
advertisement
২৫× নিয়ম – এই নিয়ম অনুযায়ী অবসরের সময় একজন ব্যক্তির কাছে তার বার্ষিক খরচের প্রায় ২৫ গুন সঞ্চয় থাকা উচিত। অর্থাৎ কারও যদি বার্ষিক খরচ ২৫ লাখ টাকা হয়, তাহলে তাকে অবসরের সময় ২.৫ কোটি টাকার ফান্ড গড়ে তুলতে হবে।৪% নিয়ম – এই নিয়ম অনুযায়ী নিজেদের অবসরকালীন ফান্ডের থেকে বার্ষিক ৪% হারে বের করা যেতে পারে।
advertisement
ইক্যুইটি ইনভেস্টমেন্ট – অবসরকালীন সঞ্চয়ের জন্য এটি সবথেকে সেরা বিনিয়োগের বিকল্প। কারণ এতে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।
অবসরের লক্ষ্য – অবসরকালীন ফান্ড গড়ে তোলার জন্য নিজেদের অবসরের লক্ষ্য সবার আগে নির্ধারণ করা উচিত। অর্থাৎ কত বছরে অবসর নেওয়া হবে তা আগে নির্ধারণ করে নিতে পারলে, নিজের লক্ষ্যের দিকে খুব সহজেই এগিয়ে যাওয়া যায়।
advertisement
২৫× এবং ৪% এর মতো নিয়ম অনুসরণ করে এবং নিজেদের লক্ষ্য অনুযায়ী অনেক আগে থেকেই অবসরের প্ল্যানিং শুরু করলে, অবসরকালীন ফান্ড গড়ে তুলতে কোনও সমস্যা হয় না।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2026 2:41 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
How Much Money Will Be Enough ? অবসরের পরে কত টাকার সঞ্চয় থাকলে ভাল ভাবে জীবন যাপন করা সম্ভব?











