রেশন কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি জেনে রাখুন, না হলে পড়তে হতে পারে বড় সমস্যায়

Last Updated:

সরকারের তরফে একটি হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে ৷ এখানে অভিযোগ জানিয়ে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন ৷

#নয়াদিল্লি: রেশন কার্ডের মাধ্যমে রাজ্যের গরিব পরিবারগুলিকে রেশন দেওয়া হয় সরকারের তরফে ৷ কিন্তু একাধিক বার দেখা গিয়েছে রেশন ডিলার কার্ডহোল্ডারদের রেশন দিতে সমস্যা করেন বা পরিমানে কম দিয়ে থাকেন ৷ আপনিও কী এরকম সমস্যার সম্মুখিন হয়েছেন ? হয়ে থাকলে এখন আর চিন্তার কোনও কারন নেই ৷ এই ধরনের অভিযোগ খতিয়ে দেখার জন্য সরকারের তরফে একটি হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে ৷ এখানে অভিযোগ জানিয়ে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন ৷
খেয়াল রাখতে হবে আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা হেল্পলাইন নম্বর হয় -
অন্ধ্রপ্রদেশ 1800 425 2977
advertisement
অরুণাচল প্রদেশ 03602244290
অসম 1800 345 3611
বিহার 1800 3456 194
ছত্তীসগড় 1800 233 3663
গোয়া 1800 233 0022
গুজরাত 1800 233 5500
হরিয়ানা 1800–180–2087
হিমাচল প্রদেশ 1800–180–8026
ঝাড়খণ্ড 1800 345 6598, 1800 212 5512
advertisement
কর্নাটক 1800 425 9339
কেরল 1800 425 1550
মধ্যপ্রদেশ 181
মহারাষ্ট্র 1800 22 4950
মণিপুর 1800 345 3821
মেঘালয় 1800 345 3670
মিজোরাম 1860 222 222 789, 1800 345 3891
নাগাল্যান্ড 1800 345 3704, 1800 345 3705
ওড়িশা 1800 345 6724 / 6760
পঞ্জাব 1800 3006 1313
রাজস্থান 1800 180 6127
advertisement
সিকিম 1800 345 3236
তামিলনাড়ু 1800 425 5901
তেলাঙ্গনা 1800 4250 0333
ত্রিপুরা 1800 345 3665
উত্তরপ্রদেশ 1800 180 0150
উত্তরাখণ্ড 1800 180 2000, 1800 180 4188
পশ্চমবঙ্গ 1800 345 5505
দিল্লি 1800 110 841
জম্মু 1800 180 7106
কাশ্মীর 1800–180–7011
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 1800 343 3197
চন্ডীগড় 1800–180–2068
দাদরা ও নগর হবেলি, দমন ও দিউ 1800 233 4004
advertisement
লক্ষাদ্বীপ 1800 425 3186
পুদুচেরি 1800 425 1082
আপনার রাজ্যের টোল ফ্রি নম্বর ন্যাশনাল ফুড সিকিউরিটি পোর্টালের এই লিঙ্কে https://nfsa.gov.in/portal/State_UT_Toll_Free_AA ক্লিক করে পেয়ে যেতে পারেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রেশন কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি জেনে রাখুন, না হলে পড়তে হতে পারে বড় সমস্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
  • উত্তরবঙ্গে দুর্যোগ চলবে !

  • কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement