Health Insurance: স্বাস্থ্য বিমা রিনিউ করার আগে এই ৫ বিষয় পর্যালোচনা করে নিন; অন্যথায় ঠকতে হবে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সংবাদমাধ্যম মানি কন্ট্রোল-এ প্রকাশিত ওআরজি-র সিইওর প্রতিবেদনে এমনই পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে।
#কলকাতা: স্বাস্থ্য বিমা পলিসি আমাদের কঠিন সময়ে খুব সহায়তা করে। যখন আমাদের পরিবারের কেউ স্বাস্থ্য সমস্যা নিয়ে ভোগেন, তখন স্বাস্থ্য বিমা পলিসি অর্থ সম্পর্কিত সমস্যা একটু কম করে দেয়। তাই যেভাবে সময়ে সময়ে আমরা বাইক বা গাড়ির সার্ভিসিং করিয়ে থাকি, ঠিক একইভাবে বিমা পলিসিও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রিনিউ করা উচিত। যদি একবার স্বাস্থ্য বিমা পলিসির রিনিউ পিরিয়ড শেষ হয়ে যায়, তাহলে আবার নতুন করে একটি পলিসি কিনতে হয় (Health Insurance)।
পুরো প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করা খুব ক্লান্তিকর কাজ হতে পারে। তাই সবসময় পলিসি রিনিউ করার কথা মনে রাখা উচিত। এ ছাড়াও, একটি স্বাস্থ্য বিমা পুনর্নবীকরণের সময় কিছু জিনিস পুনরায় পর্যালোচনা করে দেখা উচিত। সংবাদমাধ্যম মানি কন্ট্রোল-এ প্রকাশিত ওআরজি-র সিইওর প্রতিবেদনে এমনই পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে।
advertisement
advertisement
পলিসি কভারেজ
এক বছর আগে স্বাস্থ্য পরিষেবার যে খরচ ছিল, এই বছরও সেই দামই থাকবে এমন কোনও কথা নেই। চিকিৎসা দিন দিন ব্যয়বহুল হচ্ছে। এমন পরিস্থিতিতে দেখতে হবে পলিসির কভারেজ বাড়ানোর প্রয়োজন আছে কি না। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে অবিলম্বে কভারেজ আপডেট করতে হবে। সময়ে সময়ে পলিসির কভারেজ বৃদ্ধি করলে কঠিন সময়ে আর্থিকভাবে অনেকাংশে প্রস্তুত থাকা যায়।
advertisement
নতুন অ্যাড-অন
পলিসি রিনিউ করার সময় এটির সঙ্গে আসা অ্যাড-অনগুলিও পর্যালোচনা করা উচিত। যদি বর্তমান পলিসির সঙ্গে প্রদত্ত অতিরিক্ত বৈশিষ্ট্যগুলিতে কোনও পরিবর্তন হয়, কিন্তু সেই সুবিধা যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে একজন উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা উচিত।
advertisement
পলিসি পোর্ট
যদি কোনও গ্রাহকের মনে হয় যে বিদ্যমান বিমা সংস্থা ভালো পরিষেবা প্রদান করছে না বা গ্রাহকের অন্য কোনও কোম্পানির পলিসি পছন্দ হচ্ছে যা বিদ্যমান পলিসির চেয়ে ভাল, সেক্ষেত্রে গ্রাহক রিনিউ করার সময় পলিসিটি পোর্ট করিয়ে নিতে পারেন। বিদ্যমান পলিসি অন্য বিমাকারীর কাছে স্থানান্তর করলে সমস্ত সুবিধাগুলিও নতুন বিমায় স্থানান্তরিত হয়ে যাবে। তবে বিমা সংস্থা পরিবর্তন করার আগে বর্তমান বিমাকারীকে ৪৫ দিন আগে জানাতে হবে।
advertisement
পলিসির শর্তাবলী পরিবর্তন
সাধারণত কোনও পরিবর্তন করার ৯০ দিন আগে প্রতিটি বিমাকারীকে জানাতে হয়। কিন্তু তারপরও রিনিউ করার সময় পলিসিতে কোনও পরিবর্তন হয়েছে কি না সেদিকে নজর রাখা উচিত। যদি বিমাকারী কিছু পরিবর্তন করে থাকে যা গ্রাহকের পছন্দ নয়, সেক্ষেত্রে গ্রাহক পলিসি পোর্ট করতে পারেন।
সদস্যদের যোগ করা বা বাদ দেওয়া
advertisement
স্বাস্থ্য বিমার পুনর্নবীকরণের সময়ে চাইলে পরিবারের কাউকে তার অন্তর্ভুক্ত করা যায়। আবার, কারও মৃত্যু হলে তাঁকে তখন বিমার আওতা থেকে বাদ দিতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখলে প্রিমিয়ামের খরচের বিষয়টিও স্পষ্ট হয়ে যায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2022 8:22 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Health Insurance: স্বাস্থ্য বিমা রিনিউ করার আগে এই ৫ বিষয় পর্যালোচনা করে নিন; অন্যথায় ঠকতে হবে