HDFC E-Accelerate: ইলেকট্রিক ভেহিক্যালের জন্য লোন মিলবে সহজেই, কলকাতায় এইচডিএফসি ব্যাঙ্কের বিশেষ উদ্যোগ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
HDFC Bank launches East India’s first EV Expo: বৈদ্যুতিক যানবাহন বা ইভি সম্পর্কে জনমানসে সচেতনতা গড়ে তোলা এবং মানুষকে এর সুবিধাগুলি সম্পর্কে আরও বেশি করে জানানোই ই-অ্যাক্সিলারেট প্রদর্শনীর প্রধান লক্ষ্য।
কলকাতা: এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) পক্ষ থেকে দারুণ উদ্যোগ ! শনিবার ব্যাঙ্কের পক্ষ থেকে পূর্ব ভারতে বৈদ্যুতিক যানবাহন বা ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) সম্পর্কিত প্রথম এক্সপো এবং নলেজ সেশন- ‘ই-অ্যাক্সিলারেট’ (E-Accelerate) এর সূচনা করা হল। দক্ষিণ কলকাতার একটি শপিং মলে ১৯ ও ২০ অগাস্ট, দু’দিন ধরে সকাল ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যার এদিন উদ্বোধন করেন এইচডিএফসি ব্যাঙ্কের ব্রাঞ্চ ব্যাঙ্কিং হেড-ইস্ট সন্দীপ কুমার ৷
বৈদ্যুতিক যানবাহন বা ইভি সম্পর্কে জনমানসে সচেতনতা গড়ে তোলা এবং মানুষকে এর সুবিধাগুলি সম্পর্কে আরও বেশি করে জানানোই ই-অ্যাক্সিলারেট প্রদর্শনীর প্রধান লক্ষ্য। বাজারে যে সব ইলেকট্রিক ভেহিক্যাল ব্র্যান্ড রয়েছে, সেগুলি সম্পর্কেও গ্রাহকরা আরও বিশদে এখানে জানতে পারবেন। একই সঙ্গে তাঁরা পেট্রোল বা ডিজেল গাড়ির জায়গায় বৈদ্যুতিক যান বা ইভি ব্যবহারের আর্থিক ও পরিবেশগত সুবিধার দিকগুলি সম্পর্কেও সম্পূর্ণ তথ্য পাবেন।
advertisement
advertisement
MG, KIA, BYD, হুন্ডাই, টাটা, মাহিন্দ্রা, বাজাজ, ইভাটো, টয়োটা-সহ শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ও দেশীয় ব্র্যান্ডগুলি তাদের সাম্প্রতিকতম মডেলগুলি এই এক্সপোতে মানুষের সামনে তুলে ধরবে। একই সঙ্গে থাকছে, অন-দ্য-স্পট টেস্ট ড্রাইভ বুকিংয়ের সুবিধাও। HDFC ব্যাঙ্ক অন-দ্য-স্পট ঋণ অনুমোদনেও সহায়তা করবে।
advertisement

এদিন সন্দীপ কুমার জানান, “কলকাতায় এইচডিএফসি ব্যাঙ্কের ইলেকট্রিক ভেহিক্যাল এক্সপো-র উদ্বোধনের মাধ্যমে আমরা আগামী দিনে পরিবেশ বান্ধব ভবিষ্যতের লক্ষ্যে এগোনোর পাশাপাশি, আমাদের গ্রাহকদের পরিবহণের ভবিষ্যৎ সম্পর্কেও অবহিত করছি। এক্সক্লুসিভ ঋণ সুবিধা, অন-স্পট অনুমোদন এবং টেস্ট রাইডের অভিজ্ঞতা লাভের সুবিধা থাকছে এখানে ৷ ’’
advertisement
এদিকে এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে এসেছে ‘এক্সপ্রেস কার লোন’-এর সুবিধা, যেখানে গ্রাহক এই অত্যাধুনিক ডিজিটাল API প্ল্যাটফর্ম-এর মাধ্যমে মাত্র ৩০ মিনিটের মধ্যেই লোন পেতে পারেন। অর্থাৎ খুব সহজেই এখানে লোন পাওয়া সম্ভব ৷ গোটা দেশেই দ্রুতগতিতে এগিয়ে চলেছে এইচডিএফসি-র বিস্তার ৷ সব ব্যবসা (In terms of Total Business) মিলিয়ে গোটা দেশে এখন ব্যাঙ্কদের তালিকায় তৃতীয় স্থানে এইচডিএফসি ৷ চলতি অর্থবর্ষে কলকাতার পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গেই আরও অনেক ব্রাঞ্চ খলতে চলেছে ব্যাঙ্ক ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 19, 2023 7:09 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
HDFC E-Accelerate: ইলেকট্রিক ভেহিক্যালের জন্য লোন মিলবে সহজেই, কলকাতায় এইচডিএফসি ব্যাঙ্কের বিশেষ উদ্যোগ