Car as Diwali Bonus: দীপাবলির বোনাসে নতুন গাড়ি পেয়ে অভিভূত এই সংস্থার কর্মীরা! ভাইরাল ভিডিও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Car as Diwali Bonus: বোনাস হিসেবে নতুন গাড়ি প্রাপ্তির সেই ভিডিও এ বার ভাইরাল
পাঁচকুলা: দীপাবলিতে আকাশছোঁয়া চমক অপেক্ষা করে ছিল হরিয়ানার এক ওষুধ সংস্থার কর্মীদের জন্য। পাঁচকুলার ওই সংস্থার কর্মীদের জন্য দীপাবলির বোনাস হিসেবে এল আস্ত নতুন গাড়ি। ঝাঁ চকচকে টাটা পাঞ্চ এবার তাঁদের গাড়িশালে। সংস্থার মালিক মিস্টার ভাটিয়া ১২ জন কর্মীর হাতে তুলে দিলেন গাড়ির চাবি। যাঁরা গাড়ি পেলেন, তাঁদের মধ্যে আছেন একজন অফিস হেল্পারও। বোনাস হিসেবে নতুন গাড়ি প্রাপ্তির সেই ভিডিও এ বার ভাইরাল।
সংস্থার মালিক মিস্টার ভাটিয়া জানিয়েছেন ওই কর্মীদের কাজের প্রতি নিষ্ঠা দেখে তিনি মুগ্ধ। তাই তাঁদের বর্ণনা করেছেন ‘সেলেব্রিটি’ বলে। সেরা উপহারও তুলে দিয়েছেন তাঁদের হাতে। সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে সেই ভিডিও শেয়ার করেছেন সংস্থার কর্ণধার। তাঁর কথায়, ওই কর্মীরা কোম্পানির প্রতি আনুগত্য দেখিয়েছেন। কোম্পানির আর্থিক বৃদ্ধিতে অবদান রেখেছেন।
#WATCH | Panchkula, Haryana: A pharma company owner, M. K. Bhatia, gifts cars to his employees ahead of Diwali. pic.twitter.com/SVrDbAWlc1
— ANI (@ANI) November 4, 2023
advertisement
advertisement
যদিও মাসখানেক আগেই গাড়ি দেওয়া হলেও এ মাসে খবরটা সকলের নজর কাড়তে শুরু করেছে। মিস্টার ভাটিয়া জানিয়েছেন তিনি পরিকল্পনা সেভাবে না করলেও দীপাবলির আগেই গাড়ির খবরটা ছড়িয়ে পড়েছে।
কর্মীরাও অভিভূত গাড়ি উপহার পেয়ে। সংস্থার কর্মী শিল্পার কথায়, ‘‘আট বছর আগে এই অফিসে কাজে যোগ দিই। তখন থেকেই স্যরের স্বপ্ন ছিল তাঁর সব কর্মীকে গাড়ি উপহার দেওয়া। আজ তাঁর সেই স্বপ্ন সফল হয়েছে। আমাদের আনন্দ কোনও বাঁধ মানছে না।’’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 2:19 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Car as Diwali Bonus: দীপাবলির বোনাসে নতুন গাড়ি পেয়ে অভিভূত এই সংস্থার কর্মীরা! ভাইরাল ভিডিও