মাত্র ৩০ মিনিটে আয় করলেন ৫.৬৪ লক্ষ টাকা ! দেখে নিন কীভাবে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
২৬ জুলাই,২০২২ রমেশের ডিম্যাট অ্যাকাউন্টে আচমকা ১১,৬৭৭ কোটি টাকা এসেছিল ৷
#কলকাতা: শেয়ার বাজার এমন একটি জায়গা যেখানে একদিকে যেমন সহজেই মালামাল হওয়া যায় তেমনই সমস্ত টাকা খুঁইয়ে রাস্তায় চলে আসতে পারে যে কেউ ৷ সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এসেছে যা শুনে সকলেই বেশ চমকে গিয়েছে ৷ ২৬ জুলাই গুজরাতের এক ব্যবসায়ীর ডিম্যাট অ্যাকাউন্টে (Demat Account) ভুল করে হাজার বা লক্ষ নায় বরং ১১,৬৭৭ কোটি টাকা এসে গিয়েছে ৷ এ যেন হঠাৎ করে লটারি জিতে যাওয়ার মতো বিষয় ৷ এই টাকা থেকে ২ কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন ওই ব্যক্তি ৷
এই ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের শেয়ার ব্যবসায়ী রমেশ ভাই সাগরের সঙ্গে ঘটেছে ৷ কোটাক সিকিউরিটিজের সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে রেখেছেন ৷ ২৬ জুলাই,২০২২ রমেশের ডিম্যাট অ্যাকাউন্টে আচমকা ১১,৬৭৭ কোটি টাকা এসেছিল ৷ সম্প্রতি কয়েক ঘণ্টার মধ্যে টাকা ফেরত নেওয়া হয়েছিল ৷ রমেশ নিজের বুদ্ধি লাগিয়ে ২ কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করে দিয়েছিল ৷ এর জেরে ৩০ মিনিটে ৫.৬৪ লক্ষ টাকার লাভ হয়েছে ৷
advertisement
advertisement
‘আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে থাকি, এর জন্য লাভবান হয়েছি...’
হিন্দি পত্রিকা ভাস্করকে দেওয়া সাক্ষাৎকরে রমেশ ভাই সাগর জানিয়েছেন- আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে থাকি, এর জন্য লাভবান হয়ে থাকি ৷ ২৬ প্রতিদিনের মতো সকাল ৯:৩০ টা নাগাদ ট্রেডিং করতে বসেছিলেন তিনি ৷ আচমকা মেন ব্যালেন্স চেক করতে দিয়ে দেখে অ্যাকাউন্টের ব্যালেন্স ১১,৬৭৭ কোটি টাকা ৷
advertisement
সাগর জানিয়েছেন,‘ মেন অ্যাকাউন্টে জমা টাকার মধ্যে প্রায় ২ কোটি টাকা আমি শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলাম ৷ একবার লোকসানের কথা ভেবেছিলাম কিন্তু মার্কেট সম্পর্কে কিছুটা জ্ঞান থাকার কারণে ভয় না পেয়ে বিনিয়োগ করে দিয়েছিলাম ৷
Location :
First Published :
September 16, 2022 6:04 PM IST