#নয়াদিল্লি: লকডাউনের পর খুলেছে শপিং মল, হোটেল, রেস্তোরাঁ ৷ চলছে আনলক ১ ৷ কিন্তু করোনা ভাইরাস থেকে বাঁচতে এখনও বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে সাধারণ মানুষকে ৷ শপিং মল, হোটেল, রেস্তোরাঁর ক্ষেত্রে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রালয়ের তরফে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷
গাইডলাইনে সবচেয়ে প্রথমে এটা বোঝানো হয়েছে যে মানুষ নিজেকে কী কী থেকে সাবধান রাখবেন ৷ গাইডলাইনে পরিষ্কার বলা হয়েছে আনলক ১-এর প্রথম পর্যায় চলছে ৷ সমস্ত নাগরিকের পাবলিক প্লেসে নিয়ম মেনে চলা উচিৎ যাতে গোটা দেশ করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারে ৷ দেখে নিন হোটেল বা রেস্তারাঁয় যাওয়ার সময় কী কী নিয়ম মেনে চলতে হবে ৷
১) সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরে থাকতে হবে ৷ সময় সময়ে হাত ধুতে হবে এবং স্যানিটাইজ করতে হবে ৷ হাঁচি বা কাশির সময় খেয়াল রাখতে হবে ৷ যেখানে সেখানে থুথু ফেলা যাবে না ৷ সকলকে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করতে হবে এবং ব্যবহার করতে হবে ৷
২) হোটেল বা রেস্তোরাঁ এন্ট্রি পয়েন্টে স্যানিটাইজার ও থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে ৷ যাদের মধ্যে করোনার কোনও লক্ষণ নেই কেবল সেই সমস্ত স্টাফ ও গেস্টদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ পাশাপাশি মাস্ক পরে না থাকলে কাউকে ঢুকতে দেওয়া হবে না ৷
৩) সম্ভব হলে হোটেল বা রেস্তোরাঁয় স্টাফ ও গেস্টদের আলাদা এন্ট্রি ও এক্সিটের ব্যবস্থা করতে হবে ৷ লিফ্টে নির্ধারিত সংখ্যার মানুষ উঠতে পারবেন ৷ হোটেলের রিসেপশনে আপনার ট্রাভেল ডিটেল দিতে হবে এবং একটি ফর্ম ফিলআপ করতে হবে ৷
৪) কনট্যাক্টলেস পেমেন্টের অপশন সিলেক্ট করতে হবে ৷ লাগেজ রুমে পাঠানোর আগে ডিসইনফেক্ট করতে হবে ৷ রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব বজায় রেথে বসার ব্যবস্থা করতে হবে ৷
৫) এসির তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রির মধ্যে রাখতে হবে ৷