Great Money Making Ideas : কম পুঁজিতে বেশি লাভ মানেই রঙিন মাছের ব্যবসা !

Last Updated:

Great Money Making Ideas: দিনে দিনে শহর থেকে গ্রামের সাধারণ মানুষের মধ্যে অ্যাকোরিয়ামে রঙিন মাছ রাখার প্রবণতা বাড়ছে। ফলে বর্তমানে রঙিন মাছের বাজার দারুন।

+
রঙিন

রঙিন মাছের ব্যবসা বেশ লাভজনক হয়ে উঠেছে

হাওড়া : অল্প পুঁজিতে সহজে লাভবান হতে রঙিন মাছের ব্যবসা! বর্তমান সময়ে অফিস ঘর, শোরুম, বা বসতবাড়ির সৌন্দর্য বাড়াতে ফুল ও বাহারি গাছের পাশাপাশি রঙিন মাছের অ্যাকোরিয়াম রাখা বেশ প্রচলিত। সেই দিক থেকে চাহিদা দারুন রঙিন মাছের। সেই চাহিদা মিটিয়ে লাভবান হতে পারেন আপনিও, একটু গুরুত্ব সহকারে রঙিন মাছের ব্যবসা করতে পারলে চাকরির থেকেও বেশি উপার্জন হতে পারে। এই ব্যবসায় খুব অল্প দিনে প্রতিষ্ঠা লাভ করা যেতে পাড়ে।
একসময় ধনী পরিবারের মধ্যে এই রঙিন মাছের শখ বেশি দেখা যেত। কিন্তু দিনে দিনে শহর থেকে গ্রামের সাধারণ মানুষের মধ্যে অ্যাকোরিয়ামে রঙিন মাছ রাখার প্রবণতা বাড়ছে। ফলে বর্তমানে রঙিন মাছের বাজার দারুন। অল্প পুজিতে ব্যবসা শুরু করে। অভিজ্ঞতা সঞ্চয় হলে, খুচরো বিক্রির পাশাপাশি পাইকারি রঙিন মাছের ব্যবসার দিকে এগোতে পারলে লাভ আরও বেশি। বর্তমানে হাওড়া শহরে বহু ব্যবসায়ী রয়েছেন যারা বিদেশ থেকে রঙিন মাছ এবং জেলায় উৎপাদিত রঙিন মাছ সংগ্রহ করে ভিন রাজ্যে রপ্তানি করে থাকে। সেই সমস্ত ব্যবসায়ীদের থেকে পাইকারি দরে বিভিন্ন ভ্যারাইটি রঙিন মাছ নিয়ে শুরু করা যেতে পারে।
advertisement
advertisement
নতুন উদ্যোগীদের ক্ষেত্রে, যে কোন জিনিস উৎপাদন করা সম্ভব হলেও পরবর্তী ক্ষেত্রে বাজার ধরা কঠিন হয়ে পড়ে। সেই দিক থেকে হাওড়া এ রঙিন মাছের ব্যবসার সুবিধা হল, ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সরস্বতী ব্রীজের কাছেই রঙিন মাছের হাট। যেখানে ব্যবসায়ী মাত্র ১০০ টাকা দৈনিক খরচে শুক্রবার এবং রবিবার সপ্তাহে দু\’দিন রঙিন মাছের হাটে বসতে পারেন। হাটে জেলার বিভিন্ন প্রান্ত এবং জেলার বাইরে থেকেও ক্রেতা আসে।
advertisement
বিভিন্ন রকম ও বিভিন্ন দামের রঙিন মাছের পাশাপাশি অ্যাকোরিয়াম এবং মাছের খাবার এবং রঙিন মাছের বিভিন্ন সরঞ্জাম বিক্রি করেও ভাল লাভের সুযোগ। ইতিমধ্যেই এই ব্যবসায় আগ্রহ দেখিয়ে বহু যুবক যুবতী প্রতিষ্ঠিত রঙিন মাছের ব্যবসায়।
advertisement
অল্প দিনে রঙিন মাছ ব্যবসা করে আশার আলো দেখছেন হাওড়া’র নব মন্ডল।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Great Money Making Ideas : কম পুঁজিতে বেশি লাভ মানেই রঙিন মাছের ব্যবসা !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement