Alipurduar News: খরচের থেকে দ্বিগুণ লাভ! শীতে নিজের জমিতে আদা চাষে করে পাচ্ছে দারুণ আয়
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
পতিত জমিতে প্রথম বার আদা চাষ করে লাভের মুখ দেখলেন লতাবাড়ি এলাকার কৃষকরা।আগামী বছর বড় আকারে এই চাষ করতে চান তারা।
আলিপুরদুয়ার: পতিত জমিতে প্রথম বার আদা চাষ করে লাভের মুখ দেখলেন লতাবাড়ি এলাকার কৃষকরা। আগামী বছর বড় আকারে এই চাষ করতে চান তাঁরা।
আদা চাষে ভাল আয় বলে জানান কৃষকেরা। এই প্রথমবার এলাকার কৃষকরা পরীক্ষামূলক ভাবে পরিত্যক্ত জমিতে আদা চাষ করেছেন। ছয় মাস পর মিলেছে ভাল ফলন। কৃষকরা নিজেদের উদ্যোগে এলাকার পতিত জমিতে আদা চাষ করেছে।সরকারি সাহায্য ছাড়াই হয়েছে এই কাজ।তবে হর্টিকালচার দফতরে বিষয়টি জানাবেন কৃষকেরা বলে জানা যায়।এই এলাকার কৃষকদের তরফে জানা যায়,আদা সবসময় গুরুত্বপূর্ণ।তবে শীত বাড়তে এর চাহিদা আরও বৃদ্ধি পায়।
advertisement
advertisement
এবছর পরীক্ষকমূলক ভাবে অল্প জমিতে আদা চাষ করেছেন। আগামী বছর থেকে অধিক পরিমাণ জমিতে আদা চাষ করা হবে। কৃষকরা জানান আদা চাষ করে বিঘা প্রতি প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হয়েছে।এই লতাবাড়ি এলাকার কৃষকরা পূর্বে আদা চাষ করতেন না। এলাকার কৃষক ডালিম রাভা জানান, “এই বছর প্রথম আদা চাষ করেছি। আদা চাষ করতে বিঘা প্রতি খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। এক বিঘাতে ভাল ফলন হলে খরচ বাদ দিয়ে প্রায় ৬০ হাজার টাকা আয় হয়।”
advertisement
বাজারে আদার যথেষ্ট চাহিদা আছে। লতাবাড়ি এলাকার কৃষকেরা আশা করছেন আগামী বছর সরকারি সাহায্য তাঁরা পাবেন। পাঁচজন কৃষক মিলে এবছর আধ বিঘা জমিতে চাষ করেছিলেন আদা। ছত্রাকের আক্রমণ থেকে আদা গাছ বাঁচাতে স্প্রে করেছেন ওষুধ। সপ্তাহে দুদিন স্প্রে করতে হয় এই ওষুধ।
Annanya Dey
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2023 4:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alipurduar News: খরচের থেকে দ্বিগুণ লাভ! শীতে নিজের জমিতে আদা চাষে করে পাচ্ছে দারুণ আয়