Gratuity in Salary: বেতন থেকে কতটা কাটছে গ্র্যাচুয়িটি? অফার লেটার আসার সঙ্গে সঙ্গে এইভাবে করে নিন হিসাব
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বেতন, বাড়ি ভাড়া, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা খুব একটা মনোযোগ দিইনা। তা হল কোম্পানির কাছ থেকে প্রাপ্ত গ্র্যাচুইটি।
চাকরি পাওয়ার পর প্রথমেই মনে আসে স্যালারি বা বেতনের কথা। তাই অফার লেটার নিয়ে সকলের উত্সাহ থাকে তুঙ্গে। অফার লেটার থেকেই জানা যায় কোম্পানি কত টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতার সমস্ত হিসাবপ পত্রও এই অফার লেটারে করা থাকে। বেতন, বাড়ি ভাড়া, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা খুব একটা মনোযোগ দিইনা। তা হল কোম্পানির কাছ থেকে প্রাপ্ত গ্র্যাচুইটি।
কোম্পানিতে বহুদিন চাকরি করার পর গ্র্যাচুয়িটির সুবিধা পাওয়া যায়। এর অর্থ অবশ্য এমন নয় যে গ্র্যাচুয়িটি পাওয়ার জন্য সবসময় বহুদিন চাকরি করতে হবে। এর অর্থ হল, আপনি দীর্ঘদিন চাকরি করার পরেই গ্র্যাচুইটি জানা যাবে।
advertisement
বেতনে কতটা গ্র্যাচুয়িটি পাওয়া যাবে
কোম্পানীর কাছ থেকে অফার লেটার পাওয়ার সঙ্গে সঙ্গে গ্র্যাচুইটির অংশও এতে প্রদত্ত সিটিসিতে অন্তর্ভুক্ত করা হয়। এক্ষেত্রে যখন আপনি কোম্পানির কাছ থেকে হাতে-কলমে বেতন পান, তখন তা থেকে গ্র্যাচুইটির অংশ কেটে নেওয়া হয়। বেশিরভাগ সংস্থাই মূল বেতনের ৪.৮১% অর্থাত্ মূল বেতন এবং অন্যান্য ভাতাগুলি গ্র্যাচুইটি হিসাবে দেয়। ১৯৭২ সালের গ্র্যাচুইটি আইন অনুযায়ী, বেতনের ৪.৮১% প্রতি মাসে গ্র্যাচুইটি হিসাবে কাটা হয়।
advertisement
কতটা কাটবে গ্র্যাচুয়িটি
এই হিসেব অনুযায়ী, যদি একজন ব্যক্তির মোট বেতন বার্ষিক ৫ লক্ষ টাকা হয়, তবে এতে গ্র্যাচুইটির অংশ হবে ৪.৮১%। এক্ষেত্রে বার্ষিক প্রায় ২৪,০৫০ টাকা হবে৷ অর্থাৎ প্রতি মাসে আপনার বেতন থেকে প্রায় ২ হাজার টাকা কেটে নেওয়া হবে গ্র্যাচুইটিতে রাখার জন্য। গ্র্যাচুইটি প্রদান করা কোম্পানির দায়িত্ব।
advertisement
কখন পাওয়া যাবে গ্র্যাচুয়িটি
গ্র্যাচুইটি আইন ১৯৭২-এর অধীনে, প্রত্যেক নিয়োগকর্তাকে কর্মচারীর জন্য গ্র্যাচুয়িটির ব্যবস্থা করতে হবে। এই কারণেই আপনার বেতনের একটি অংশ গ্র্যাচুইটির অন্তর্ভুক্ত হবে। যদিও এটি আসলে কর্মচারীর বেতনেরই একটি অংশ, কিন্তু কোম্পানি তখনই দেয় যখন সেই কর্মচারী ওই কোম্পানির সঙ্গে একটানা ৫ বছর কাজ করেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2023 7:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gratuity in Salary: বেতন থেকে কতটা কাটছে গ্র্যাচুয়িটি? অফার লেটার আসার সঙ্গে সঙ্গে এইভাবে করে নিন হিসাব