অনলাইন কেনাকাটার জন্যে সবচেয়ে ভাল Credit Card কোনটা? রইল তালিকা!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
দেশের নামী ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলিও অনলাইন কেনাকাটার সুবিধা-সহ একাধিক অনলাইন শপিং ক্রেডিট কার্ড বাজারে এনেছে।
কলকাতা: বাজারে ঘুরে ঘুরে কেনাকাটার দিন শেষ। এখন পুরোটাই অনলাইন শপিং। সে গ্যাজেট হোক কিংবা মুদির বাজার – এক ক্লিকের দূরত্ব। ফলে ক্রেডিট কার্ডের চাহিদাও দিন-দিন বাড়ছে। দেশের নামী ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলিও অনলাইন কেনাকাটার সুবিধা সহ একাধিক অনলাইন শপিং ক্রেডিট কার্ড বাজারে এনেছে। উদার হস্তে বিলোচ্ছে রিওয়ার্ড, পুরস্কার। এখন প্রশ্ন হল, এর মধ্যে সেরা কোনটা?
ক্যাশব্যাক এসবিআই কার্ড: এই মুহূর্তে ক্যাশব্যাক এসবিআই কার্ডই সবচেয়ে জনপ্রিয়। অনলাইন খরচে ৫ শতাংশ এবং অন্যান্য খরচে ১ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে। এই কার্ডের বার্ষিক ফি ৯৯৯ টাকা।
advertisement
ফ্লিপকার্ড অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড: যাঁরা ফ্লিপকার্টে কেনাকাটা করেন তাঁদের জন্য এটা আদর্শ। তাছাড়া সমস্ত খরচের উপরেই ১.৫ শতাংশ ফ্ল্যাট ক্যাশব্যাক দিচ্ছে। ফ্লিপকার্ট, মিন্ত্রা-তে কেনাকাটায় ৫ শতাংশ এবং ফ্লিপকার্টের পার্টনার মার্চেন্টে কেনাকাটায় ৪ শতাংশ ক্যাশব্যাক মিলবে।
advertisement
অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড: অ্যামাজনে কেনাকাটায় ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক মিলবে অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডে। কোনও বার্ষিক ফি নেই।
এইচএসবিসি ক্যাশব্যাক ক্রেডিট কার্ড: এই কার্ডের বার্ষিক ফি ৭৫০ টাকা। অ্যামাজন, বিগ বাস্কেট, মিন্ত্রা এবং আজিও-তে কেনাকাটায় ৫ শতাংশ ডিসকাউন্ট। এছাড়া অন্যান্য অনলাইন খরচে ১.৫ শতাংশ ক্যাশব্যাক।
advertisement
এইচডিএফসি মিলেনিয়া ক্রেডিট কার্ড: অ্যামাজন, ফ্লিপকার্ট, পেজ্যাপ এবং স্মার্টবাই-তে কেনাকাটায় ৫ শতাংশ ক্যাশব্যাক। বার্ষিক ফি ১০০০ টাকা।
অ্যাক্সিস ব্যাঙ্ক এসিই ক্রেডিট কার্ড: গুগল পে-র মাধ্যমে বিল পেমেন্ট, মোবাইল রিচার্জে ৫ শতাংশ ক্যাশব্যাক। সুইগি, জোম্যাটো, ওলাতেও বিশেষ ছাড়। বার্ষিক ফি ৪৯৯ টাকা।
advertisement
এসবিআই সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড: বুকমাইশো, ক্লিয়ারট্রিপ, নেটমেডস-এ কেনাকাটায় ১০ রিওয়ার্ড পয়েন্ট। এছাড়া ১০০ টাকার উপর অনলাইন খরচে ৫ রিওয়ার্ড পয়েন্ট।
এইচডিএফসি মানিব্যাক এবং ক্রেডিট কার্ড: ফ্লিপকার্ট, অ্যামাজন, সুইগি, রিলায়েন্স স্মার্ট সুপারস্টোর এবং বিগ বাস্কেটে কেনাকাটায় ১০x রিওয়ার্ড পয়েন্ট। ইএমআই-এর উপর ৫x ক্যাশপয়েন্ট। এর সঙ্গে প্রতি ১৫০ টাকা খরচে (জ্বালানি, ওয়ালেট রিলোড, প্রিপেড কার্ড লোড, ভাউচার কেনাকাটা ছাড়া) ২ ক্যাশপয়েন্ট।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2023 5:00 PM IST