মধ্যবিত্তদের জন্য আসছে সরকারের নতুন স্কিম; কী কী বিশেষত্ব থাকছে? জেনে নিন বিশদে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সরকার পরিচালিত এই প্রকল্পটি হবে 'সকলের জন্য আবাসন' নীতির অধীনে।
কলকাতা: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর বাজেট বক্তৃতায় মধ্যবিত্তদের জন্য আবাসন প্রকল্পের কথা ঘোষণা করেছেন। এই ঘোষণার আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে দেশের নিম্ন এবং মাঝারি আয়ের মানুষদের বাড়ি তৈরি বা কেনার ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। এখন সরকার মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনা বা নির্মাণের জন্য ২০২৫ অর্থবছরের বাজেটে একটি নীতি প্রস্তাব করেছে।
এই প্রকল্পের অধীনে ভাড়া বাড়ি, বস্তি এবং অবৈধ কলোনিতে বসবাসকারী মধ্যবিত্ত পরিবারগুলিকে তাদের নিজস্ব বাড়ি কিনতে বা তৈরি করতে সহায়তা করার জন্য সরকার আর্থিক সহায়তা প্রদান করবে। সরকার পরিচালিত এই প্রকল্পটি হবে ‘সকলের জন্য আবাসন’ নীতির অধীনে। এই প্রকল্পটি প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) সম্প্রসারণ নয়। এটি একটি নতুন স্কিম, যার জন্য সরকার এই স্কিমের সুবিধাভোগীদের চিহ্নিত করবে এবং তাঁদের উপার্জনের স্তর, অবস্থান এবং বাড়ির ধরন সম্পর্কে তথ্য পেয়ে সাহায্য করবে।
advertisement
আরও পড়ুন: ১০ হাজার টাকা বিনিয়োগ করে মিলবে ১.৫২ কোটি টাকা এবং ১.১৪ লক্ষ টাকার মাসিক পেনশন? বুঝে নিন হিসেব
advertisement
ভারতে মধ্যবিত্ত কারা?
এখন প্রশ্ন হল, মধ্যবিত্ত কারা? পশ্চিমের দেশগুলোতে এই বিষয়ে অনেক স্বচ্ছতা রয়েছে। কিন্তু ভারতে এর কোনও স্পষ্ট সংজ্ঞা নেই। বিভিন্ন জরিপ পরিচালনা করে এই গোষ্ঠীকে চিহ্নিত করতে আয়ের মাত্রা ব্যবহার করা হয়েছে। পিপল রিসার্চ অন ইন্ডিয়াস কনজিউমার ইকোনমি (PRICE) ২০২২ রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর ৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা আয় করে এমন পরিবারগুলি মধ্যবিত্তের আওতায় পড়ছে।
advertisement
১০ বছরের পুরনো তথ্যের উপর ভিত্তি করে একটি বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, এমন অনেক মানুষ আছেন, যাঁরা নিজেদের মধ্যবিত্ত হিসাবে বর্ণনা করেন। তাঁরা আসলে দেশের সর্বোচ্চ উপার্জনকারী জনসংখ্যার শীর্ষ ১-৫ শতাংশের মধ্যে থাকতে পারেন। এতে স্পষ্ট বোঝা যায় যে, বাস্তবে মধ্যবিত্ত পরিবারের আয় খুবই কম। ভোক্তা ব্যয় ও আদমশুমারির তথ্য পাওয়া গেলেই এই সংক্রান্ত তথ্যের সঠিক তথ্য জানা যাবে।
advertisement
বিশ্বব্যাপী স্তরে পণ্ডিতরা মধ্যবিত্তকে বিভিন্ন ভাবে চিহ্নিত করার চেষ্টা করেছেন, কিন্তু এখনও পর্যন্ত সর্বজনস্বীকৃত কোনও বিষয় উঠে আসেনি। ব্রুকিংস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, মধ্যবিত্তের সংজ্ঞাটি নগদ তিনটি বিস্তৃত বিভাগের একটিতে পড়ার উপর ভিত্তি করে, যা উপার্জন এবং তাঁদের ঋণযোগ্যতার সাথে সম্পর্কিত। শিক্ষাগত অর্জন, যোগ্যতা এবং সংস্কৃতির মাধ্যমেও তাঁদের চিহ্নিত করা যায়। যাইহোক, বিশ্বব্যাপী স্তরে মধ্যবিত্তকে সংজ্ঞায়িত করার জন্য সর্বজনীন ভাবে স্বীকৃত কোনও নিয়ম এখনও ঠিক করা হয়নি। ভারতেও এই নিয়ে বিভ্রান্তি রয়েছে।
advertisement
কীভাবে এই স্কিম সাহায্য করবে –
ভারতের দ্রুত বর্ধনশীল মধ্যবিত্ত শ্রেণী বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু প্রশ্ন জাগে যে, মধ্যবিত্ত আসলে কারায যদিও সেই সম্পর্কে খুব কমই জানা যায়। এই স্কিমের সুবিধাভোগীদের চিহ্নিত করার জন্য সরকার কর্তৃক প্রণীত মানদণ্ড অনুসরণ করলেই মধ্যবিত্ত কারা, সেই সম্পর্কে কিছু তথ্য পাওয়া যাবে? বর্তমানে নতুন ভোক্তা ব্যয় জরিপ এবং আদমশুমারির তথ্য শীঘ্রই আসার সম্ভাবনা নেই। আয়ের স্তর, বাসস্থান এবং আবাসনের ভিত্তিতে এই প্রকল্পের জন্য সুবিধাভোগী নির্বাচন করা যেতে পারে। এই ভিত্তিতে সরকার দ্বারা মধ্যবিত্ত সংজ্ঞায়িত করা যেতে পারে। আগামী দিনে কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন, সে সম্পর্কে সরকার নিজেই তথ্য প্রকাশ করবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2024 6:08 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মধ্যবিত্তদের জন্য আসছে সরকারের নতুন স্কিম; কী কী বিশেষত্ব থাকছে? জেনে নিন বিশদে