বিনামূল্যে মিলবে LPG গ্যাস কানেকশন! সরকার চালু করতে চলেছে উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্যায়

Last Updated:

পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে তেল সংস্থাগুলি উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্যায়ের উপর কাজ করছে ৷

#নয়াদিল্লি: কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) দ্বিতীয় ফেজ শীঘ্রই লাগু করতে চলেছে ৷ এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে যাঁদের স্থায়ী ঠিকানা নেই তাঁরাও এলপিজি কানেকশনের সুবিধা পাবেন ৷ শহরে বসবাসকারী গরিব মানুষরা এর জেরে লাভবান হতে চলেছেন ৷ অনেককেই কাজের জন্য সময় সময়ে জায়গা বদলাতে হয় ৷ এই যোজনায় তাঁরা অনেকটাই লাভবান হবেন ৷ শীঘ্রই এটা লাগু করা হবে ৷ এর প্রথম ফেজ শুরু করা হয়েছিল মে ২০১৬ ৷
সবার প্রথমে উত্তরপ্রদেশের বলিয়াতে এই যোজনা শুরু করা হয়েছিল ৷ এই যোজনায় দারিদ্র সীমার নীচে থাকা পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়া হয়ে থাকে ৷ পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে তেল সংস্থাগুলি উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্যায়ের উপর কাজ করছে ৷ এখানে বেশ কিছু বদল করা হতে চলেছে ৷ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বদল হল এবার থেকে কানেকশনের জন্য স্থায়ী ঠিকানার দরকার পড়বে না ৷
advertisement
এছাড়া একটি নির্দিষ্ট সময়ের পর সুবিধাভোগীরা কানেকশন আগে বাড়াতে পারবেন বা ফিরিয়ে দেওয়ার বিকল্প পাবেন ৷ পরিযায়ী শ্রমিকরা বেশ লাভবান হতে চলেছেন এর জেরে ৷ প্রায় এক কোটি নতুন কানেকশন দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
২০২১-২২ বাজেট পেশ করার সময় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন উজ্জ্বলা যোজনা আরও বিস্তার করার ঘোষণা করেছিলেন ৷ আরও ১ কোটি কানেকশন দেওয়ার কথা বলেছিলেন তিনি ৷ ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত দেশের দারিদ্র সীমার নীচে থাকা প্রায় ৮.৩ কোটি পরিবারকে উজ্জ্বলা যোজনায় গ্যাস কানেকশন দেওয়া হয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিনামূল্যে মিলবে LPG গ্যাস কানেকশন! সরকার চালু করতে চলেছে উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement