Fuel Price| পেট্রোল-ডিজেলের দামে রেকর্ড হারে অন্তঃশুল্ক চাপাল কেন্দ্র
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
বিশ্ববাজারে অশোধিত তেলের দাম তলানিতে৷ যার ফায়দা তুলতে গত মার্চ থেকে এই নিয়ে দ্বিতীয় বার অন্তঃশুল্ক বাড়িয়ে জ্বালানি থেকে রাজস্ব বাড়ানোর পথে হাঁটল কেন্দ্র৷
#নয়াদিল্লি: হঠাত্ আরও বেড়ে গেল জ্বালানির দাম৷ মঙ্গলবার রাতে পেট্রোল ও ডিজেলের দামে প্রতি লিটারে অন্তঃশুল্ক বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার৷ পেট্রোলে প্রতি লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা করে অন্তঃশুল্ক বাড়ানো হয়েছে৷ যা এখনও পর্যন্ত রেকর্ড৷
Central Government has increased excise duties by Rs 10 per litre on petrol and Rs 13 per litre on diesel. Retail sale prices of petrol and diesel will, however, not change on account of this increase in duties. These duty rate changes shall come into effect from 6th May, 2020. pic.twitter.com/ds0wDstOUx
— ANI (@ANI) May 5, 2020
advertisement
advertisement
আজ অর্থাত্ বুধবার থেকেই বর্ধিত অন্তঃশুল্ক লাগু হয়ে যাচ্ছে পেট্রোল ও ডিজেলের উপর৷ অন্তঃশুল্ক বাড়ানোর ফলে সরকারের পেট্রোল ও ডিজেল থেকে ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হবে৷ তবে এই শুল্ক বৃদ্ধির জেরে খুচরো বাজারে পেট্রোল, ডিজেলের দামের উপর কোনও প্রভাব পড়ছে না৷
সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস জানিয়েছে, প্রতি লিটার পেট্রোলের দামে বাড়তি অন্তঃশুল্ক ২ টাকা ও রোড সেস ৮ টাকা বাড়ল৷ ডিজেলের ক্ষেত্রে অন্তঃশুল্ক বাড়ল প্রতি লিটারে ৫ টাকা ও রোড সেস ৮ টাকা৷ অর্থাত্ প্রতি লিটার পেট্রোলের দামে শুধু অন্তঃশুল্ক দাঁড়াল ৩২.৯৮ টাকা ও ডিজেলে ৩১.৮৩ টাকা৷
advertisement
বিশ্ববাজারে অশোধিত তেলের দাম তলানিতে৷ যার ফায়দা তুলতে গত মার্চ থেকে এই নিয়ে দ্বিতীয় বার অন্তঃশুল্ক বাড়িয়ে জ্বালানি থেকে রাজস্ব বাড়ানোর পথে হাঁটল কেন্দ্র৷ এর আগে মার্চে পেট্রোল ও ডিজেলের দামে প্রতি লিটারে ৩ টাকা করে অন্তঃশুল্ক বাড়িয়েছে কেন্দ্র৷ যা থেকে ৩৯ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হয়েছে৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2020 7:45 AM IST