৪.৩৯ কোটি রেশন কার্ড বাতিল করল সরকার! দেখে নিন আপনার হয়নি তো ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
জেনে নিন কী জন্য বাতিল করা হয়েছিল রেশন কার্ড-
#নয়াদিল্লি: খাদ্য বিভাগ NFASA অনুযায়ী সমস্ত সুবিধাভোগীদের পরিচয় জানার জন্য ২০১৩ সালে ৪.৩৯ কোটি জাল রেশন কার্ড বাতিল করে দিয়েছে ৷ বাতিল হওয়া রেশন কার্ডের বদলে সঠিক এবং যোগ্য সুবিধাভোগী বা পরিবারগুলিকে নতুন রেশন কার্ড জারি করা হয়েছে ৷
এই জন্য বাতিল করা হয়েছিল রেশন কার্ড-
রেশন কার্ড ও সুবিধাভোগীদের ডেটাবেসের ডিজিটাইজেশন করানো, সেগুলি আধারের সঙ্গে লিঙ্ক, জাল রেশন কার্ড ধরা এই সমস্ত কিছু জন্য সরকার ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত দেশে প্রায় ৪.৩৯ কোটি রেশন কার্ড বাতিল করেছে ৷
কেন্দ্র সরকার ইতিমধ্যেই দেশ জুড়ে এক দেশ এক রেশন কার্ড পোর্টাবিলিটি সুবিধা লাগু করে দিয়েছে ৷ এর মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলও এর মধ্যে শামিল রয়েছে ৷ এই সুবিধার মাধ্যমে উপভোক্তারা অন্য রাজ্যেও রেশন নিতে পারবেন ৷ এর জন্য নতুন কার্ড তৈরির দরকার নেই ৷
advertisement
advertisement
আপনার নাম কোনও ভাবে লিস্ট থেকে বাদ পড়লে যে রেশন কার্ডে নিজের নাম যুক্ত করতে চান সেটা, ছবি ও আধার কার্ড নিয়ে নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আবেদন জানাতে হবে ৷ আপনার রেশন কার্ডে নতুন সদস্যের নামও যুক্ত করতে পারবেন ৷
রেশন কার্ড পোর্টাবিলিটি অনেকটা মোবাইল নম্বর পোর্টাবিলিটির মতো কাজ করে থাকে ৷ মোবাইল নম্বর পোর্ট করলে আপনার নম্বর বদল হয় না কিন্তু দেশের যে কোনও প্রান্তে এই নম্বর আপনি ব্যবহার করতে পারবেন ৷ একই ভাবে রেশন কার্ড পোর্টাবিলিটিতে রেশন কার্ড বদল করা হয় না ৷ কাজের জন্য অন্য রাজ্যে গেলে সেখানে গিয়েও আপনি রেশন তুলতে পারবেন ৷ এর জন্য নতুন কার্ড করানোর প্রয়োজন পড়বে না ৷ অর্থাৎ আপনার পুরনো কার্ডেই এই সুবিধা পাবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2020 8:18 AM IST