পেট্রোল- ডিজেলের শুল্ক বাবদ দু' মাসেই সরকারের ঘরে ৪০ হাজার কোটি টাকা!

Last Updated:

প্রসঙ্গত, গত ৫ মে প্রতি লিটার পেট্রোলে ১০ টাকা এবং ডিজেলে ১৩ টাকা করে শুল্ক বৃদ্ধি করে সরকার৷

#নয়াদিল্লি: নতুন আর্থিক বর্ষের প্রথম দু' মাসের মধ্যেই পেট্রোল এবং ডিজেলের থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা শুল্ক আদায় করেছে কেন্দ্রীয় সরকার৷ পেট্রোল এবং ডিজেল থেকে সারা বছর শুল্ক আদায়ের যে লক্ষ্যমাত্রা সরকারের থাকে, তার ১৬ শতাংশই আর্থিক বর্ষের প্রথম দু' মাসে উঠে এসেছে৷ যার একটা বড় সময়ই গোটা দেশ কড়া লকডাউনের মধ্যে ছিল৷
জানা গিয়েছে, এপ্রিলের তুলনায় মে মাসে পেট্রোল এবং ডিজেল বিক্রির শুল্ক থেকে সরকারের আয় তিন গুণ হয়েছে৷ এপ্রিল মাসে যেখানে ১০,৫৬০ কোটি টাকা সরকারের ঘরে এসেছিল, সেখানে মে মাসে পেট্রোল এবং ডিজেলের রাজস্ব বাবদ ২৯,৩৯৬ কোটি টাকা সরকারি কোষাগারে এসেছে৷ একদিকে চড়া হারে এক্সাইজ ডিউটি চাপানো এবং অন্যদিকে লকডাউন শিথিল হওয়ার পর মে মাসে জ্বালানির চাহিদা বৃদ্ধি পাওয়াতেই পেট্রোল ডিজেল থেকে রাজস্ব বাবদ সরকারের আয় তিন গুণ হয়েছে৷
advertisement
প্রসঙ্গত, গত ৫ মে প্রতি লিটার পেট্রোলে ১০ টাকা এবং ডিজেলে ১৩ টাকা করে শুল্ক বৃদ্ধি করে সরকার৷ পেট্রোয়ালিয়াম জাত পণ্যের উপর চাপানো শুল্ক থেকে চলতি আর্থিক বর্ষে ২ লক্ষ ৪৮ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার৷
advertisement
লকডাউন শিথিল হওয়ার পরই মে মাসে ডিজেলের চাহিদা ১৬৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৪.৯৫ লক্ষ মেট্রিক টন হয়েছে৷ এপ্রিল মাসে এই চাহিদা ছিল ৩২.৫০ লক্ষ মেট্রিক টন৷
advertisement
অন্যদিকে মে মাসে পেট্রোলের চাহিদা ১৮২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭.৬৯ লক্ষ মেট্রিক টন হয়েছে৷ এপ্রিলে যা ছিল ৯.৭ লক্ষ মেট্রিক টন৷
করোনা পূর্ববর্তী সময়ে দেশে পেট্রোল ডিজেলের যে চাহিদা ছিল, লকডাউন শিথিল হওয়ার পর তার ৯০ শতাংশই স্বাভাবিক হয়ে গিয়েছে৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পেট্রোল- ডিজেলের শুল্ক বাবদ দু' মাসেই সরকারের ঘরে ৪০ হাজার কোটি টাকা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement