আজ থেকে স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা পেতে চলেছেন এই বিশেষ সুবিধা

Last Updated:

এই নিয়ে লাগাতার ১৩ বার MCLR কমাতে চলেছে এসবিআই ৷ সোমবার ব্যাঙ্কের তরফে জানানো হয় যে ১০ জুন ২০২০ থেকে লাগু হতে চলেছে নতুন রেট ৷

নয়াদিল্লি: আপনার কী স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে এই খবর আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ কারণ আজ অর্থাৎ ১০ জুন থেকে নতুন নিয়ম লাগু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক ৷ আর এর জেরে লাভবান হতে চলেছেন স্টেট ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহক ৷ দেখে নিন কী বদলাতে চলেছে -
এই নিয়ে লাগাতার ১৩ বার MCLR কমাতে চলেছে এসবিআই ৷ সোমবার ব্যাঙ্কের তরফে জানানো হয় যে ১০ জুন ২০২০ থেকে লাগু হতে চলেছে নতুন রেট ৷ মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং MCLR এ ০.২৫ শতাংশ কমিয়েছে স্টেট ব্যাঙ্ক ৷ এর জেরে এক বছরে MCLR কমে ৭ শতাংশ হয়ে গিয়েছে ৷
advertisement
এর পাশাপাশি বেস রেট ০.৭৫ শতাংশ কমিয়েছে স্টেট ব্যাঙ্ক ৷ এর জেরে বেস রেট ৮.১৫ শতাংশ থেকে কমে ৭.৪০ শতাংশ হয়ে গিয়েছে ৷ নতুন রেট ১০ জুন থেকে লাগু করা হয়েছে ৷
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের তরফে সুদের হারে যে ০.৪০ শতাংশ কমানো হয়েছে তার পুরো লাভ গ্রাহকদের দেওয়া হবে ৷ ২২ মে সুদের হার কমানোর ঘোষণা করেছিল আরবিআই ৷ EBR ও RLLR ০.৪০ শতাংশ কমানো হয়েছে ৷ EBR বর্তমানে ৭.০৫ শতাংশ থেকে কমে ৬.৫৫ শতাংশ হয়েছে ৷ RLLR বর্তমানে ৬.৬৫ শতাংশ থেকে কমে ৬.২৫ শতাংশ হয়েছে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে EBR পয়লা জুলাই থেকে লাগু করা হবে ৷ অন্যদিকে RLLR পয়লা জুন থেকে লাগু করে দেওয়া হয়েছে ৷
advertisement
সুদের হার কমানোয় এর লাভ সেই সমস্ত গ্রাহকরা পাবেন যারা লোন নিয়েছেন ৷ কারণ এবার থেকে তাদের কম ইএমআই দিতে হবে ৷ কেউ যদি ৩০ বছরের জন্য ২৫ লক্ষ টাকা লোন নিয়ে থাকেন তাহলে MCLR কমানোয় প্রতি মাসে তাদের ৪২১ টাকা কম ইএমআই দিতে হবে ৷ অন্যদিকে কেউ যদি EBR/RLLR লিঙ্কড লোন নিয়ে থাকেন তাহলে প্রতি মাসে ৬০০ টাকা কম ইএমআই দিতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ থেকে স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা পেতে চলেছেন এই বিশেষ সুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement