রেকর্ড স্তরে পৌঁছল সোনার দাম ! আগামী সপ্তাহ হতে পারে ৫০,০০০ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
শুক্রবার ৯৯.৯ শতাংশ শুদ্ধতার সোনার দাম ৪৮৮১৯ টাকা প্রতি ১০ গ্রামে বেড়ে ৪৯০৫৮ টাকা প্রতি ১০ গ্রামে হয়েছে ৷
#নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির জেরে দেশেও সোনার দাম বেড়েছে অনেকটাই ৷ দিল্লিতে এদিন ১০ গ্রাম সোনার দাম ২৩৯ টাকা বেড়ে গিয়েছে ৷ অন্যদিকে, ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড বাড়ার জেরে ১ কিলোগ্রাম রুপোর দাম ৮৪৫ টাকা বেড়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার অবশ্য ২৯৩ টাকা প্রতি ১০ গ্রামে কমেছিল ৷
শুক্রবার ৯৯.৯ শতাংশ শুদ্ধতার সোনার দাম ৪৮৮১৯ টাকা প্রতি ১০ গ্রামে বেড়ে ৪৯০৫৮ টাকা প্রতি ১০ গ্রামে হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে ১৭৬৪ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷
বিশেষজ্ঞদের মতে আগামী সপ্তাহে প্রতি ১০ গ্রামের দাম ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে ৷ দিওয়ালি পর্যন্ত দাম পৌঁছে যেতে পারে ৮০ হাজার টাকা ৷ করোনা মহামারীর জেরে অর্থব্যবস্থার উপর বিপুল প্রভাব পড়েছে ৷ এর জেরে বেড়েই চলেছে সোনার দাম ৷ এর মূল কারণ হচ্ছে করোনা ভাইরাস মহামারী, ভারত চিন উত্তেজনা ও মার্কিন ব্যাঙ্ক ফেডারল রিজার্ভ ব্যাঙ্কের ২০২২ পর্যন্ত সুদ না বাড়ানোর সিদ্ধান্ত ৷
advertisement
advertisement
সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ দিল্লির সরাফা বাজারে এদিন ১ কিলোগ্রাম রুপোর দাম ৪৮৪৫৫ টাকা থেকে বেড়ে ৪৯৩০০ টাকা হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে রুপোর দাম বেড়ে ১৭.৮১ ডলার প্রতি আউন্স হয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2020 11:42 PM IST