অতিরিক্ত মালপত্রের ক্ষেত্রে এবার বেশি দাম দিতে হবে বিমানযাত্রীদের
Last Updated:
অতিরিক্ত মালপত্রের জন্য টাকার অঙ্ক এবার বাড়িয়ে দিল গো-এয়ার, ইন্ডিগো, এয়ার এশিয়ার মতো ‘লো কস্ট’ এয়ার লাইন্সগুলিও ৷
#নয়াদিল্লি: অতিরিক্ত মালপত্রের জন্য টাকার অঙ্ক এবার বাড়িয়ে দিল গো-এয়ার, ইন্ডিগো, এয়ার এশিয়ার মতো ‘লো কস্ট’ এয়ার লাইন্সগুলিও ৷ এখন থেকে অতিরিক্ত মালপত্রের জন্য প্রতি কেজিতে লাগবে ৩০০ টাকা করে ৷ এর আগে এই এয়ারলাইন্স সংস্থাগুলি অতিরিক্ত মালের ক্ষেত্রে ২৫০ টাকা প্রতি কেজি চার্জ করত ৷ কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়, সব এয়ার লাইন্সগুলিতেই অন্তত ২০ কেজি করে যাত্রীরা মাল বহন করতে পারবে ৷ এর জন্য অতিরিক্ত কোনও টাকা লাগবে না ৷ এতদিন এয়ার ইন্ডিয়া ছাড়া বাকি সব এয়ার লাইন্সে ১৫ কেজি মাল বিনামূল্য বহন করতে পারতেন যাত্রীরা ৷ তার থেকে বেশি হলেই টাকা দিতে হত ৷ কিন্তু মাল বহনের উর্ধ্বসীমা সরকার বাড়াতেই এখন অতিরিক্ত মালপত্রের ক্ষেত্রে চার্জও আগের তুলনায় বাড়ানোরই সিদ্ধান্ত নিয়েছে বেসরকারী বিমানসংস্থাগুলি ৷
এদিকে এয়ার এশিয়ায় যাত্রীদের জন্য দারুণ অফার ! কলকাতা-কুয়ালালামপুর উড়ানে টিকিট ন্যূনতম ৩,৪০০ টাকায় কাটার সুযোগ দিচ্ছে এয়ার এশিয়া। ২০১৭ সালের ৪ জানুয়ারি থেকে ২১ অগস্টের মধ্যে কিছু উড়ানের টিকিট পাওয়া যাবে এই মূল্যে। টিকিট কাটতে হবে ২৪ জুলাইয়ের মধ্যে। ওই একই ভাড়ায় যাওয়া যাবে ব্যাঙ্কক, সিঙ্গাপুর, বালি, ফুকেটও। কুয়ালালামপুর হয়ে মেলবোর্ন, পারথ, অকল্যান্ড এবং মরিশাস যেতে একপিঠে পড়বে ৫,৯০০ টাকা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2016 12:51 PM IST