SBI গ্রাহকরা YONO অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে পেয়ে যেতে পারেন ৩৫ লক্ষ টাকার লোন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্কের তরফে বেশ কিছু গ্রাহকদের জন্য রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট পরিষেবা লঞ্চ করা হয়েছে ৷
#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক পার্সোনাল লোন দেওয়ার বিষয়ে একটি নতুন পরিষেবা শুরু করেছে ৷ রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট (Real Time Xpress Credit) নামের এই সুবিধা YONO অ্যাপে পাওয়া যাচ্ছে ৷ এর মাধ্যমে গ্রাহকরা ৩৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন বাড়িতে বসে পেয়ে যেতে পারেন ৷ এর জন্য ব্যাঙ্ক যাওয়ার প্রয়োজন হবে না ৷
তবে রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিটের সুবিধা সমস্ত গ্রাহকরা পাবেন না ৷ এই সুবিধা কেবল কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মচারীরা পাবেন ৷ ইয়নো অ্যাপের সাহায্যে ক্রেডিট চেক, যোগ্যতা ও অন্যান্য ডকুমেন্টের ভেরিফিকেশনের মতো কাজ বাড়িতে বসে করা যাবে ৷
advertisement
advertisement
পেপারলেস প্রক্রিয়া -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, পার্সোনাল লোন ব্যাঙ্কের একটি বিশেষ সুবিধা ৷ এর লাভ ব্যাঙ্কের বিপুল সংখ্যক গ্রাহকরা নিচ্ছেন ৷ ব্যাঙ্কের তরফে বেশ কিছু গ্রাহকদের জন্য রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট পরিষেবা লঞ্চ করা হয়েছে ৷ এর উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল মাধ্যমে বেতনভোগীদের পার্সোনাল লোন দেওয়া ৷ YONO অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এর সুবিধা নিতে পারবেন ৷ ব্যাঙ্ক জানিয়েছে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ পেপারলেস হতে চলেছে ৷
advertisement
নিতে পারবেন ৩৫ লক্ষ টাকা পর্যন্ত লোন-
ডিজিটাল মাধ্যমে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নেওয়ার প্রক্রিয়া গ্রাহকরা ৮টি স্টেপের মাধ্যমে পুরো করতে পারবেন ৷ সমস্ত প্রক্রিয়া অনলাইনে করতে হবে এবং এর জন্য ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন পড়বে না ৷
advertisement
স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ খারা জানিয়েছিলেন YONO অ্যাপে এই পরিষেবা শুরু হওয়ায় বেশ লাভবান হয়েছে ব্যাঙ্কের গ্রাহকরা ৷ ডিজিটাল মাধ্যমে অন্যান্য কোনও ঝঞ্ঝাট ছাড়া সহজেই লোন নিতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2022 8:41 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI গ্রাহকরা YONO অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে পেয়ে যেতে পারেন ৩৫ লক্ষ টাকার লোন