কেন সেসে ছাড় দিচ্ছে না কেন্দ্র? জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

Petrol and Diesel Price: বাংলা তাদের প্রাপ্য টাকা থেকেই বঞ্চিত ৷ ফলে রাজ্য কোথা থেকে ছাড় দেবে ৷

#কলকাতা: জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার নবান্নে বৈঠকের পর  তিনি প্রশ্ন তোলেন কেন্দ্র পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে। কেন সেসে ছাড় দিচ্ছে না কেন্দ্র?
কেন্দ্রীয় শুল্কের হার কমলে রাজ্যের কর থেকেও আয় কমে যায়। তার জন্য প্রতি লিটারে পেট্রোল রাজ্যের ১.৮০ টাকা ,ডিজেল এ ১.৩ টাকা আয় কমেছে রাজ্যের।এর পাশাপশি ১ টাকা করে সেস কমানো আগেই আছে।তার ফলে ২.৮০ টাকা লিটারে কম পাচ্ছে রাজ্য । ডিজেলে মিলছে ২.৩ টাক কম।বর্তমানে পেট্রোলের উপর রাজ্যের কর ২৫ শতাংশ ৷ ডিজেল এর উপর ১৭ শতাংশ। এর জেরে রাজ্যের মোট ১১৪১ কোটি টাকা লোকসান হতে চলেছে ৷
advertisement
মুখ্যমন্ত্রী জানান রাজ্য সেসের টাকা পায়না ৷ বাংলায় পেট্রোলে ২.৮০ টাকা ছাড় দেওয়া হয় ৷ যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় রয়েছে তারা অনেক বেশি টাকা পায় ৷ এর জেরে তারা অনেক বেশি ছাড় দিতে পারে ৷ বাংলা তাদের প্রাপ্য টাকা থেকেই বঞ্চিত ৷ ফলে রাজ্য কোথা থেকে ছাড় দেবে ৷
advertisement
advertisement
এর আগে শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেট্রোলে প্রতি লিটারে ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা কমানোর কথা ঘোষণা করেন। এপ্রিলে মূদ্রাস্ফীতি গত আট বছরে সর্বোচ্চে পৌঁছনোর এক মাস পরে এই পদক্ষেপ। ২০২০ সালে শুল্ক বৃদ্ধির ফলে পেট্রোলের উপর কেন্দ্রীয় কর বেড়ে হয় সর্বোচ্চ ৩২.৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের কর বেড়ে হয় ৩১.৮ টাকা প্রতি লিটার। শনিবারের শুল্ক হ্রাসের ফলে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯.৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৭ টাকা কমবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কেন সেসে ছাড় দিচ্ছে না কেন্দ্র? জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement