সুখবর: Aadhaar দেখিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন LPG গ্যাস কানেকশন, মিলবে সাবসিডির সুবিধাও
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন কীভাবে মিলবে এলপিজি গ্যাস কানেকশন ?
#নয়াদিল্লি: নতুন এলপিজি কানেকশন (LPG Gas Connection)নেওয়ার পরিকল্পনা করছেন ? তাহলে আপনার জন্য রয়েছে বড় সুযোগ ৷ ইন্ডিয়া অয়েল কর্পোরেশন লিমিটেডের গ্যাস সংস্থা ইন্ডেন গ্রাহকদের জন্য একটি বিশেষ সুবিধার ঘোষণা করেছেন ৷ এবার যে কোনও গ্রাহক কেবল আধার কার্ড (Aadhaar card) দেখিয়ে সেই মুহূর্তেই গ্যাস কানেকশন নিতে পারবেন ৷ ইন্ডেন অয়েলের তরফে তাদের ট্যুইটার হ্যান্ডেলে এই বিষয়ে জানানো হয়েছে ৷ গ্যাস কানেকশনের জন্য আধার ছাড়া আর কোনও তথ্য লাগবে না ৷
দেখে নিন সংস্থার তরফে কী বলা হয়েছে ?
advertisement
Need a new #Indane connection right now? Just show your #AadhaarCard and get an #LPG connection instantly! What’s more… you can even convert it to a subsidised connection once you provide the address proof! pic.twitter.com/Hsgo9xQ5ny
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) October 18, 2021
advertisement
ইন্ডিয়ান অয়েল ট্যুইট করে জানিয়েছে, কোনও ব্যক্তি LPG connection নিতে চাইলে তাঁদের কেবল আধার কার্ড দেখাতে হবে ৷ প্রথম ভর্তুকিহীন গ্যাস ( LPG subsidy) কানেকশন দেওয়া হবে ৷ পরে গ্রাহক ঠিকানার প্রমান পত্র জমা দিয়ে ভর্তুকির সুবিধা নিতে পারবেন ৷
সমস্ত সিলিন্ডারের উপরে লাগু এই নিয়ম-
আধারের মাধ্যমে কানেকশন নেওয়ার সুবিধা সমস্ত রকমের সিলিন্ডারের উপরে প্রযোজ্য ৷ তবে কর্মাশিয়াল সিলিন্ডারকে এর আওতায় ধরা হবে না ৷ এই স্কিম ১৪.২ কিলো, ৫ কিলোর সিঙ্গল, ডবল ও মিক্সড সিলিন্ডার কানেকশনের ক্ষেত্রে লাগু করা হবে ৷ এই নিয়ম এফটিএল বা ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের উপরে লাগু করা হবে ৷
advertisement
দেখে নিন কীভাবে মিলবে এলপিজি গ্যাস কানেকশন ?
১. সবার প্রথমে নিকর্টবতী গ্যাস এজেন্সিতে যেতে হবে
২. এরপর এলপিজি কানেকশনের ফর্ম ফিলআপ করতে হবে
৩. ফর্মে আপনার আধারের ডিটেল ও আধারের ফটোকপি দিতে হবে
৪. ফর্মে বাড়ির অ্যাড্রেস সেলফ ডিক্লেরেশনের সঙ্গে জমা দিতে হবে
৫. এরপর পেয়ে যাবেন এলপিজি গ্যাস কানেকশন
advertisement
৬. তবে এই কানেকশনের সঙ্গে ভর্তুকির সুবিধা মিলবে না
৭. অ্যাড্রেস প্রুফ জমা দেওয়ার পর মিলবে ভর্তুকির সুবিধা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2021 11:37 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর: Aadhaar দেখিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন LPG গ্যাস কানেকশন, মিলবে সাবসিডির সুবিধাও