e-SHRAM Card: এই কার্ড বানালে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা

Last Updated:

দেখে নিন কীভাবে ই-শ্রম কার্ডের জন্য রেজিস্ট্রেশন করবেন-

#নয়াদিল্লি: অসংগঠিত শ্রমিক যেমন হেয়ার ড্রেসার, প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান, মোটর মেকানিক বা রিক্সা বা ঠেলা চালকদের জন্য এটি অত্যন্ত জরুরি খবর ৷ মোদি সরকার ২৬ অগাস্ট অসংগঠিত শ্রমিকদের জন্য ই-শ্রম পোর্টাল (e-SHRAM Portal) লঞ্চ করেছে ৷ এই কার্ড বানালে মিলবে একাধিক সুবিধা ৷ কার্ড হোল্ডাররা বিভিন্ন সরকারি স্কিমের সুবিধা পেয়ে থাকবেন ৷ দেখে নিন কীভাবে এই ই-শ্রম কার্ড বানাবেন এবং কী কী সুবিধা পাবেন ......
ই-শ্রম পোর্টাল অসংগঠিত ক্ষেত্রের প্রায় ৩৮ কোটি শ্রমিকদের জন্য ১২ অঙ্কের ইউনির্ভাসাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) ও ই-শ্রম কার্ড জারি করবে যা গোটা দেশে বৈধ মনে করা হবে ৷ ই-শ্রম কার্ড থেকে কোটি কোটি অসংগঠিত শ্রমিকরা পেয়ে যাবেন নতুন পরিচয় ৷ প্রবাসী শ্রমিকদের ট্র্যাক করা সহজ হবে এর মাধ্যমে ৷ শ্রমিকদের ডেটা এবং তাদের বিভিন্ন তথ্য এক জায়গায় চলে আসবে ৷
advertisement
মিলবে ২ লক্ষ টাকার ফ্রি অ্যাক্সিডেন্টাল বিমা- ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করালে ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্সের সুবিধা মিলবে ৷ এখানে এক বছরের প্রিমিয়াম সরকারের তরফে দেওয়া হবে ৷ রেজিস্টার্ড শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হলে বা বিকলাঙ্গ হয়ে গেলে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে ৷ আংশিক বিকলাঙ্গ হলে মিলবে ১ লক্ষ টাকা ৷
advertisement
advertisement
দেখে নিন কীভাবে ই-শ্রম কার্ডের জন্য রেজিস্ট্রেশন করবেন-
Step-1 ইন্টারনেট ব্রাউজারে গিয়ে e-SHRAM পোর্টাল পেজের জন্য – https://www.eshram.gov.in/ টাইপ করতে হবে
Step- 2- এরপর হোমপেজে, ‘ই-শ্রমে রেজিস্ট্রেশন করুন’ এ ক্লিক করুন
Step-3 - এরপর সেল্ফ রেজিস্ট্রেশন https://register.eshram.gov.in/#/user/self ক্লিক করুন
Step-4 - সেল্ফ রেজিস্ট্রেশনে ইউজারকে নিজের আধার লিঙ্কড মোবাইল নম্বর দিতে হবে
advertisement
Step-5- ক্যাপচা (captcha)দিতে হবে এবং সিলেক্ট করতে হবে কর্মচারী EPFO না ESIC এর সদস্য ৷ ক্লিক করতে হবে ওটিপি পাঠানোর জন্য ৷
Step-6- এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরো করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল দিতে হবে ৷
আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না করা থাকলেও শ্রমিকরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন ৷ eshram.gov.in দেওয়া তথ্য অনুযায়ী, নিকটবর্তী সিএসসি-তে গিয়ে বায়োমেট্রিক প্রমাণের মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
e-SHRAM Card: এই কার্ড বানালে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement